এক সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে দুই মেগা। ‘অগ্নিশিখা’ আর ‘মোমপালক’। দুই মেগা সিরিয়ালই এখনও পর্যন্ত চলছে। কিন্তু আর কয়েক দিনের মধ্🌼যেই বন্ধ হয়ে য🌳াবে বলে শোনা যাচ্ছে।
সান বাংলা চ্যানেলের পরিচিত ধারাবাহিক এ দু’টি। ‘মোমপালক’ এবং ‘অগ্নিশিখা’ দুটো ধারাবাহিকই শুরু হয়েছিল ২০২১ সালে। অর্থাৎ গত বছর। যেখানে বেশির ভাগ মেগাই বেশ কয়েক বছর ধরে চলতে থাকে, সেখানে বছর ঘুরতে না ঘুরতেই কেন এই দুই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, তা নিয়ে নানা রকম প্রশ্ন উঠ🍌েছে।
অনেকেরই ধারণা এই দুই সিরিয়াল খুব বেশি জনপ্রিয় হতে পারছিল না। যতটা প্রত্যাশাা নিয়ে এই ধারাবাহিক দু’𒁃টি শুরু হয়েছিল, সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এ দু’টি। সেই কারণেই নির্দিষ্ট সময়ের আগেই তড়িঘড়ি গল্প শেষ করে দেওয়া হচ্ছে।
তবে এ সবই আন্দাজ। নির্মাতা বা চ্যানেল কর্তৃ𝕴পক্ষের তরফে এমন কোনও কথা বলা হয়নি।
কিন্তু এর পরে প্রশ্ন উঠেছে, এই ধারাবাহিক দু’টির জায়গা সান বাংলা༺য় কী দেখানো হবে? যত দূর জানা গিয়েছে, ‘অগ্নিশিখা’র জায়গায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘মেঘে ঢাকা তারা’। ২৮ মার্চ থেকে নতুন ধারাবাহিক শুরু হয়ে যাবে।
‘মোমপ𒀰ালক’-এর জায়গায় কী দেখানো হবে, তা𝐆 এখনও নিশ্চিত নয়।