অসুস্থ অগ্নিদেব চট্টোপাধ্যায়। রবিবারই আলিপুরের এক বেসরকারি হাসপাতালে স্বামীর ভর্তির কথা জানিয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। সোমবারই অগ্নিদেবের বাইপাস সার💦্জারির কথা ছিল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অস্ত্রোপচার হয়ে গিয়েছে। এখন কেমন আছেন তিনি?
এবিষয়ে সুদীপা চট্টোপাধ্যায় আনন্দবাজারকে জানিয়েছেন, ‘বাইপাস সার্জারি হয়ে গিয়েছে সফলভাবেই। তবে এখনও জ্ঞান ফেরেনি। আর আজকে জ্ঞান ফিরবেও না। এটা বড় অস্ত্রোপচার। আপাতত ৭-৮দিন হাসপাতালেই থাকতে হবে।’ সুদীপা জানান, তিনি অগ্নিদেবের সঙ✨্গে দেখা করে বাড়ি ফিরছেন।
জানা যাচ্ছে, অগ্নিদেব চট্টোপাধ্যায়ের হৃদযন্ত্রের দুটি আটারিতেই ব্লকেজ ধরা পড়েছিল। লক্ষ্মীপুজোর দিন নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। ꦇবমি শুরু হয়েছিল তাঁর। সময় নষ্ট না করে সেইদিনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এরপর সোমবার দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার হয়েছে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন-একের পর এক অসুস্থতা, পাশে ঢাল হয়ে শ্বেতা, ঘর বাঁধꦑছেন কবে? জানালেন রুবেল
আরও পড❀়ুন-খালি পায়ে ঘুরলেন, স্থানীয় বস্তিতে ঢুকে শাকও কাটলেন, ফের কেদারনাথে সইফকন্য়া স🌌ারা
আরও পড়ুন-‘দোষ তো শাহরুখ খানের…’ মু✤ম্বইতে বসে কিং খানকে দোষারোপ বাংলাদেশের আরিফিন শুভর
রবিবারই সুদীপা চট্টোপাধ্যায়, তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘আমার স্বামী অসুস্থ। তাঁকে হাসপাতাল🤡ে ভর্তি করা হয়েছে। হার্টের বাইপাস সার্জারি হবে। দয়া করে ওঁর জন্য প্রার্থনা বজায় রাখুন, ধন্যবাদ।’ সুদীপার এই পোস্টের নিচে অনেকেই অগ্নিদেবে দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। এদিকে এর আগে সুদীপা বলেছিলেন, তাঁর পরিব♌ার বিশেষ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না, তিনি তাই বেশ চিন্তিত।
প্রসঙ্গত, ২০১০ সালে বিয়ে হয়েছিল সুদীপা-অগ্নিদেব চট্টোপাধ্যায়ের। ইতিমধ্য়েই তাঁরা বিবাহিত জীবনের ১৩ বছর পার করে ফেলেছেন। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে, আদিদেব𒐪 চট্টোপাধ্যায়।