সবেমাত্র মুক্তি পেয়েছে ‘মুজিব: এক জাতির রূপকার’ ছবিটি। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালক শ্যাম বেনেগাল। আর এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। ‘মুজিব: এক জাতির রূপকার🎉’ ছবিটি শুধু বাংলাদেশে নয়, কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরেও মুক্তি পেয়েছে। এবার সেই ছবির প্রচারেই মুম্বই পৌঁছেছিলেন বাংলাদেশের আরিফিন শুভ।
সে তো নাহয় হল, কিন্তু একী! খোদ মুম্বইতে পৌঁছে কিং খান শাহরুখকে কেন দোষার💖োপ করলেন আরিফিন?
এর উত্তর দিতে গিয়ে প্রথমেই বলি, ‘কাহানি মে টুইস্ট হ্যায়’। বাংলাদেশের অভিনেতা হলেও বহুদিন হল মুম্বইতে যাতায়াত রয়েছে আরিফিন শুভর। আর সেসবই অবশ্য 'মুজিব' ছবিটিতে⭕ কাজ করার সুবাদে। আর হি♏ন্দিতেও তিনি বেশ সাবলীল। দিব্যি একটানা হিন্দি বলে যেতে পারেন তিনি। এবিষয়েই কথা বলতে গিয়ে আরিফিন শুভ বলেন, ‘মুম্বই এখন আমার একপ্রকার দ্বিতীয় বাড়ি, লোকজন এখানে আমার নাম আবার অরবিন্দ দিয়েছেন। অনেকেই এই নামেই ডাকছেন। আর আমিও তাতে সম্মতি দিই। প্রায় বছর চারেক এখানকার শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য মুম্বই একপ্রকার নিজের বাড়িই হয়ে উঠেছে। ’
আরও পড়ুন-একের পর এক অসুস্থতা, পাশে ঢাল হয়ে শ্বেতা🥀, ঘর বাঁধছেন🍸 কবে? জানালেন রুবেল
আরও পড়ুন-𒅌বয়স💙 মাত্র ৩৫! বাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর দেহ
আরও পড়ুন-খালি পায়ে ঘুরলেন, স্থানীয় বস্তিতে ঢুকে শাকও কাটলেন, ফের কেদারনাথে স🐷ইফকন্য়া সারা
এতো সাবলীল হিন্দি বলেন কীভাবে? এই প্রশ্নে মজা করে আরিফিন শুভ বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খানকে দোষ দিন।’ অর্থৎ আরিফিন ব𓄧োঝাতে চেয়েছেন তিনিও আর💟ও অনেকের মতো কিং খানের ভক্ত। বাংলাদেশেও হিন্দি ছবির বেশ ভালো প্রভাব রয়েছে। আরিফিন জানান, তাঁর বাবা দিলীপ কুমারের ভক্ত ছিলেন। তিনিও ছোট থেকে বলিউডের পুরনো ছবির গান শুনেছে। বহু সাদাকালো ছবিও দেখেছেন। ‘শোলে’ থেকে 'জওয়ান' বহু ছবিই তাঁর দেখা।