বিয়ের আগের দিন আতঙ্কে থাকেন না এমন মেয়ে হয়তবা কমই আছেন। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। শুক্রবার ৯ বছর আগের বিয়ের দিনের স্মৃতিতে ফিরে গেলেন সুদীপ্তা। জানিয়েছেন, কীভাবে জীবনওের ওই বিশেষ দিনে বড় দাদার মতোই পাশে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে তাঁর প্রিয় 'বুম্বাদা'।
স্মৃতির সরণি বেয়ে পুরনো কথা স্মরণ করেছেন সুদীপ্তা চক্রবর্তী। শেয়ার করেছেন বিয়ের দিনের একটি ছবি। যেখানে লাল শাড়িতে, নববধূর বেশে সুদীপ্তাকে দেখা যাচ্ছে। তাঁর সিঁথি সিঁদুরে রাঙা, কপালে বড় লাল টিপ। পরম স্নেহে সুদী꧑প্তার গাল টিপে ধরেছেন প্রিয় 'বুম্বাদা', আর করুণ চোখে প্রসেনজিতের চোখে তাকিয়ে রয়েছেন অভিনেত্রী। এই ছবির সঙ্গে ঠিক কী লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী?
সুদীপ্তা লেখেন, ‘৯ বছর আগের ছবি…সবেমাত্র বিয়ের সইসাবুদ করে উঠেছি…কেমন যেন ভেবলে গিয়েছিলাম..। উনি বড় দাদার মত বোঝাচ্ছিলেন, গাল টিপে আদর করে আশীর্বাদ করছিলেন.. খুব ভালো থাকবি দুজনে, মাথা গরম করবি না, ঠান্ডা মাথায় সব সামলাবার চেষ্টা করবি, আনন্দে থাকবি..… আরও কিসব যেন বলছিলেন... ।’ তাঁর এই পোস্টে যাতে কেউ ভুল করে দিনটিকে আবার বিবাহবার্ষিকী না ভেবে বসেন, তাই সুদীপ্তা স্টার চিহ্ন করে লিখেছেন, ‘আজ আমাদের বিয়ের ৯ বছর নয়। এই ছবিটা ফেইসবুকে পোস্ট করার ৯ ♏বছর । দয়া করে বিবাহবার্ষিকী র শুভেচ্ছা জানবেন না। ওটা কয়েকদিন আগে চলে গেছে’।
আরও পড়ুন-OTT এখন আর শুধু যৌনতা আর🃏 হিংসা নয়, ﷽তবে কিছু নিয়ম জারি প্রয়োজন, মত প্রসেনজিতের
আরও পড়ুন-বক্ষ 🅺বিভাজিকার মাঝে ঘাম জমেছে, মধুমিতার চাহনিতে কুপোকাত নেটপাড়া বলছে 'হায় গরমি…'
আরও পড়ুন-ܫদুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেত্রী স্নেহাল রাই
দিনটা বিবাহবার্ষিকী নয় জানালেও সুদীপ্তাকে তাঁর কিছুদিন আগে চলে যাওয়া বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন কিছু নেটনাগরিক। কেউ ছবিটির প্রশংসা করে লিখেছেন, ‘কি সুন্দর মুহূর্ত আর কি সুন্দর লিখেছেন’। কেউ আবার বলেছেন, ‘কি মিষ্টি ছবিটা।🎶 অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমায় আর দাদা কে।’ কারোর মন্তব্য, 'কী স𒀰ুন্দর ফ্রেম…'।
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে টলিপাড়া বলে, তিনিই নাকি ইন্ডাস্ট্রি। আবার টলিপাড়ার বহু🍌 তরুণ অভিনেতা-অভিনেত্রীদের পাশে দাদার মতোই পাশে দাঁড়িয়েছেন তিনি। অনেকেই বলেন, খারাপ সময়ে অভিভাবকের মতো 'বুম্বাদা'কে পাশে পেয়েছেন তাঁরা। এর আগে অভিনেতা সোহম চক্রবর্তীর বিয়েতেও বরকর্তার ভূমিকায় দেখা গিয়েছিল প্রসেনজিতকে। আবার, সাম্♚প্রতিক সময়ে ব্যক্তিগত সহকারী মোহর সেনের বিয়েতেও সন্তান স্নেহে তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।