কাঁচা-পাকা উস্কো-খুসকো চুল, গাল ভর্তি গোঁফ দাড়ি, গোটা মুখে ছাই মাখা। কপালে লাল-হলুদ তিলক, রক্তবর্ণ চোখ, এই তো কয়েকদিন আগে এভাবেই ধরা দিয়েছিলেন দেব। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার যতীন্দ্রনাথ মুখোুপাধ্যায় ওরফে ‘বাঘা যতীন’🔯 হয়ে সামনে আসতে চলেছেন তিনি। আর এই ছবিতে দেবের সঙ্গী হতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
'বাঘা যতীন'-এ অভিনয় করতে চলার কথা নিজেই ফেসবুকে জানিয়েছেন সুদীপ্তা। লিখেছেন, ‘আজ থেকে এই ছবিতে আমার যাত্রা শুরু! ঠিক ১০ বছর পর (২০১৩ সালে বুনোহাঁস মুক্তি পেয়েছিল)। বাংলার হ𒐪ার্টথ্রব আমার প্রিয় দেবের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করছি। এটি আমার ক্যারিয়ারে আরেকটি যুগান্তকারী ছবি হতে চলেছে, এই ছবির অংশ হতে পেরে খুব খুশি। কারণ এটির পরিচালনা করছেন অরুণ রায়। 'বাঘাযতীন’ নিয়ে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা নিয়ে এখনই কিছু বলা যাবে না। প্রযোজনা সংস্থার নিষেধ আছে। তবে জানান, ছবি শ্যুট আগে শুরু হলেও আজ থেকে তিনি এই ছবির জন্য শ্যুটিং শুরু করেছেন।
সুদীপ্তা চক্রবর্তীকে 'বাঘাযতীন'-এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এক নেটনাগরিক লিখেছেন, 'বুনোহাঁসে আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে, দিদি।বাঘা যতীন এর জন্য রইলো একরাশ আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও আরও অনেকেই অভিনেত্রীকে তাঁর এই নতুন যাত্রার জন্য শুভেচ্🅘ছা জানিয়েছেন।
প্রজাতন্ত্র দিবসের দিন সকাল সকাল ছবির পোস্টার লুক শেয়ার করে অভিনেতা-প্রযোজক দেব নেটমাধ্যমের পাতায় লেখেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়েরꦿ ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী বাঘাযতীন-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে। ' জানা যাচ্ছে ২০২৩-এর ২০ অক্টোবর মুক্তি পাবে ছবি। দেবের এই বিশেষ লু𓆏কের জন্য মেকআপ তৈরি করেছেন খ্যাতনামা মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। প্রসঙ্গত, বাংলার অন্যতম খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তথা বাঘাযতীনের গল্প এবার ফুটে উঠবে বড়পর্দায়। স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর বিপ্লবী ছিলেন বাঘাযতীন। জাতীয়তাবাদ কী শিখিয়েছিলেন তিনি। স্রেফ ছুরি দিয়ে বাঘকে হত্যা করেন বলে তাঁর নাম দেওয়া হয় বাঘাযতীন।
ব🦹াঘাযতীন ছবিতে দেবের বিপরীতে অভিনয়💟 করছেন নবাগতা সৃজলা দত্ত। যিনি কিনা সোদপুর গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্রী। জানা যাচ্ছে ৯ হাজার জনের মধ্যে অডিশন দিয়ে এই চরিত্রটির জন্য নির্বাচিত হন সৃজলা। দু'তিন রাউন্ডে অডিশন দিতে হয় তাঁকে।