কপিল শর্মা শোয়ের সুবাদে গোটা দেশে পরিচিত নাম সুমনা চক্রবর্তী। এই বঙ্গতনয়াকে ছাড়া এক কথায় অম্পূর্ন দ্য কপিল শর্মা'র যে কোনও শো।ভুরির ভূমিকা সকলের মন জয় করেছেন এই বাঙালি অভিনেত্রী। সুমনার স্বপ্নের বাড়িটা ঠিক কেমন? সেই ঝলক সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তিনি। ৩২ বছর বয়সী এই নায়িকা সদ্যই বাবা-মায়ের সঙ্গে ছেড়ে নিজের বাড়িতে থাকতে শুরু করেছেন। সুমনার ভালোবাসার নীড় অবশ্য বছর কয়েক আগেই কেনা। তবে সেটি গত বছর সেপ্টেম্বর 𝔉পর্যন্ত ভাড়ায় দিয়ে রেখেছিলেন, অবশেষে মনের মতো করে এই বাড়িয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকতে শুরু করেছেন সুমনা।
একই কমপ্লেক্সে সুমনার বাবার কেনা ফ্ল্যাটও রয়েছে। ১৯৯৭ সালে মুম্বই এসে সেই বাড়িটি কেনেন তিনি। তাই এই এলাকা সুমনার কাছে নতুন নয়। এখানেই তাঁর বড় হওয়া, স্কুলজীবন এবং কলেজ লাইফ কেটেছে। গ্ল্যামার দুনিয়ায় প্রবেশের আগের স্ট্র💦াগল,লাইমলাইটে আসা👍 সবকিছুর সাক্ষী সেই কমপ্লেক্স।
নিজের বাড়ি চালানোর অনুভূতি কেমন সেই ভাবনা থেকেই একা থাকবার 🏅এই সিদ্ধান্ত, জীবনে এই সিদ্ধান্ღতটা একটু দেরি করেই নিয়েছেন তিনি তা বললেন সুমনা। একা থাকাটাই পছন্দ সুমনা, একাকীত্বটা এনজয় করেন তিনি। খুব বেশি মানুষের ভিড় এড়িয়ে চলেন সুমনা। নিজের পছন্দ মতোই এই ছোট্ট বাড়ি সাজিয়েছেন তিনি। এই বাড়ির ভিতরে খুব বেশি দেওয়াল নেই।
অন্ধেরিতে অবস্থিত 1BHK-এই ফ্ল্যাট মাত্র ৪৫০ স্কোয়ার ফুটের। ইন্টিরিয়ার ডিজাইনার হুফেজা রংওয়ালা এটি সাজিয়েছেন। সুমনার ইচ্ছায় স্ক্যান্ডেনেভিয়ান (উত্তর ইউরোপের নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক) দেশগুলির বা💃ড়ির ডিজাইনের কথা মাথায় রেখে এটি সাজানো।
সলমন খানের কিক ছবিতেও দেখা গিয়েছে সুমনাকে। অভিনেত্রী গত বছর হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে জানান, তাঁর পিআর স্কিল খুব খারাপ। তিনি বলেছিলেন, 'আমি জানি আমার পিআর স্কিলটা একদম ভালো নয়। অনেক দেরি হয়ে গেছে সেটা বুঝতে তবুও এখন চেষ্টা করছি লোকজনের সঙ্গে দেখা করার, যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছি। এমনকি কাজ চাইছি’। এতদিন ভাবতাম অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করলেই চলবে, বাকি সব কিছু সঠিকভাবেই নিজে থাকতেই হয়ে যাবে। কিন্তু শুধু কঠোর পরিশ্রমটাই যথেষ্ট নয়, তা বুঝতে পারছি🐭’।