হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় কৌতু♛ক অভিনেতা সুনীল গ্রোভার। গত ২৭ জানুয়ারি সেখানেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউট থ𒀰েকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন এই ছোটপর্দার কমেডিয়ান।
গত ৮ জানুয়ারি বুকে ব্যাꦺথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল। সেই সময়ে তাঁকে পরীক্ষা করে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তা গুরুতর কিছু নয়। একইসঙ্গে করোনাও ধꦍরা পড়েছিল তাঁর। এর সপ্তাহ খানেক পরে অ্যাঞ্জিওগ্রাফি থেকে ধরা পড়ে অভিনেতার হৃৎপিণ্ডের তিনটি আর্টারিতে ব্লকেজ রয়েছে। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চারটি বাইপাস হয়েছে অভিনেতার।
কেমন আছেন অভিনেতা? বৃহস্পতিবার টুইটে জানালেন সুনীল। তিনি লেখেন, ‘ভাই ট্রিটমেন্ট ঠিক হয়েছে। সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে। তোমাদের সবার আশীর্বাদে আমি আপ্লুত, সকলের আশীর্বাদের জন্য় আমি কৃতজ্ঞ। 🌟হাততালি দাও’। সুস্থ হওয়ার খবরও জানিয়েছেন ছন্দ মিলিয়ে, খানিক রসিকতার ছলে। রিটুইট করে গওহর লিখেছেন, ‘স্বাস্থ্য এবং সমৃদ্ধি, আমরা তোমাকে ভালোবাসি সুনীল’।
গত ২৬ বছর ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আগের তুলনায় অনেকটাই🌌 সুস্থ আছেন বছর ৪৪-এর এই কমেডিয়ান। সুনীলের চিকিৎসক ডা.পাণ্ডা জানিয়েছেন, এখন পুরোপুরি সুস্থ রয়েছেন সুনীল। নিয়মিত ওষুধপত্র, সুষম আহার, শরীরচর্চা ও যোগ ব্যায়াম করলে একেবারে সুস্থ জীবনযাপন করতে পারবেন 'তাণ্ডব' ওয়েব সিরিজ খ্যাত এই বলি-অভিনেতা। তাঁর দ্রুত আরোগ্য় কামনা করেছেন অনুরাগী, শুভানুধ্যায়ীরা।
গ্রোভার কপিল শর্মার সঙ্গে ‘কমেডি নাইটস উইদ কপিল’ এবং টদ্য কপিল শর্মা শো'তে তার উপস্থিতির জন্য সর্বাধিক পরিচিত। গত বছর, অ্যামাজন প্রা🌠ইম ভিডিয়ো সিরিজ 'তাণ্ডব' এবং ZEE5 কমেডি সিরিজ ‘সানফ্লাওয়ার’-এ অভিনয় করেছিলেন।