রাণাঘাটে ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সুরজিৎ চট্টোপাধ্যায়ের। তার বদলে সোজা বাইপাস লাগয়ো হাসপাতালে ভর্তি হতে হয় গায়ককে। আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ‘বারান্দায় র💟োদ্দুর’ খ্যাত গায়ক। যদিও পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল চিন্তার কোনও কারণ নেই। ‘ফুড পয়জনিং’ বা খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন গায়ক। এর জন্যই গত শনিবার হাসপাতালে ভর্তি হন। এখন কেমন আছেন তিনি?
গায়ক নিজেই জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ। সুরজিৎ চট্টোপাধ্য়ায় এক সংবাদমাধ্যমকে জানান, ‘এখন অনেকটাই ভাল আছি। আজ (সোমবার) বিকা🌳লে হাসপাতাল থেকে ছুটি পাব’।
'বাংলা মোদের গর্ব'-এ একক অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। কিন্তু, তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারেনি, আক্ষেপ শিল্পীর। অন্য়দিকে তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল তাঁর পরিবর্তে এই অনুষ্ঠানে অংশ নেবেন শিল্পী অরিজিৎ চক🥂্রবর্তী। সেইমতো অনুষ্ঠানও করেন তিনি।
বাংলা ব্যান্ডের নাম মনে করলেই সবার প্রথম যে কটি নাম মাথায় আসে তার অন্যতম ‘ভূমি’। এই ব্যান্ডের 'বারা♔ন্দায় রোদ্দুর' গানটি আজও ভুলতে পারেনি বাঙালি। যদিও আজ পথ আলাদা। 'সুরজিৎ ও বন্ধুরা' নিয়েই এগিয়ে চলেছেন তিনি। এখন ছবির গানে জোর দিয়েছেন। নতুন সুরের খোঁজে রোজ হাতড়ে বেড়ান সুরজিৎ। দ্রুত সুস্থ হয়ে মঞ্চে ফিরুন প্রিয় গায়ক, এমনটাই প্রার্থনা সুরজিৎ ভক্তদের।