সেটে একেবারে হইহই রইরই কাণ্ড। কারণ আর কিছুই না, আবার ঝগড়া লেগেছিল কথা আর অগ্নিভর মধ্যে। ওহ, তার আগে বলি কথা আর অগ্নিভ কে, মানে কারা। ওরা হল স্টার জলসার নতুন মেগা কথার দুই প্রধান চরিত্র। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই নতুন সিরিয়াল। তার আগেই উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করা ‘কথা’র মুখোমু🅺খি হয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা। বিশেষ আড্ডায় কী কী জানালেন সুস্মিতা ওরফে কথা?
এতদিন পঞ্চমীর বেশে সবাই আপনাকে দেখেছে, এখন কথার চরিত্র দেখবে। বিভিন্ন শেড, ধরনের চরিত্র কি ইচ্ছে করেই বাছছেন? বিশেষ কোনও কারণ?
সুস্মিতা: একেবারে💎ই। খুব সচেতন ভাবেই বিভিন্ন ধরনের চরিত্র করতে রাজি হচ্ছি। আমি চাই আমার অভিনয় সত্ত্বার সব দিককে সামনে নিয়ে আসতে। আগে পঞ্চমী ছিল অন্য একটা যুগের, অন্য ধরনের গল্প, এটা একেবারেই একবিংশ শতাব্দীর একটা গল্প। তাই নতুন নতুন চরিত্র যেমন বেছে নিচ্ছি, তেমনই সেগুলোতে কাজ করতেও ভীষণ ভালো লাগছে🌺।
আরও পড়ুন: নতুন মেগা 'কথা' হিট করলেই সাহেব ভক্তদের দে♏বেন উপহার! সুস্মিতাকে পাশে নিয়ে বললেন, 'সবাইকে ডেকে নিজের...'
আরও পড়ুন: ছোট পর্দ🐼ায় ফিরে চমকিত সাহেব, কোন প্রꦬসঙ্গে বললেন, 'হেল অ্যান্ড হেভেন ফারাক'?
সাহেবদার সঙ্গে এটা প্রথম কাজ। অভিজ্ঞতা কেমন?
সুস্মিতা: প্রথম ভেবেছিলাম সাহেবদা বুঝি ভীষণ রাগী। কিন্তু কাজ করতে গিয়ে বুঝলাম একেবারেই নয়। বরং ভীষণ মিশুকে। আমাদের খুব ভাব হয়ে গিয়েছে। ও তো একাই গোটা সেট মাতিয়ে রাখে🌠।
অভিনয়ের পাশাপাশি কি এখন ধম্মে-কম্মে মন দেওয়া হচ্ছে?
সুস্মিতা: (খানিক হেসে নিয়ে) হ্যাঁ বলতে পারেন। আসলে বৃন্দাবন যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। অবশেষে সেটা পূর্ণ হল। কিন্তু জানেন কথার ডেটের সঙ্গে ট্রিপের ডে⛄ট ক্ল্যা⛄শ করছিল। কিন্তু আমায় গোটা টিম খুব হেল্প করেছে। নীতেশদা, নন্দিনীদি (প্রযোজক) আমায় বলেছেন 'তুই ঘুরে আয় তারপর এসে কাজ কর।' ওঁরা আমায় সেই সময়টা দিয়েছেন।
এখানে তো আপনার বিপরীতে মানে কথার বিপরীতে রয়েছে এভি যে দারুণ রান্না করে। সুস্মিতাও কি পারে রান্না করতে?
সুস্মিতা: (খানিক লাজুক হেসে) আবার এসব কে🐼ন? জানেন, কদিন আগেই যে বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম খিচুড়ি বানিয়ে খাব। তারপর সে যা খিচুড়ি রান্না হল কী আর বলি, শেষ পর্যন্ত অর্ডার করে খেতে হল সেদিন। তাই কথা খালি গাছ ভালোবাসে, সেটা নিয়েই থাকে। রান্না এভির দায়িত্বে।
আচ্ছা এবার একটু চরিত্রটি নিয়ে বলুন।
সুস্মিতা: কথা আদ্যোপান্ত গাছ ভালোবাসে। ওর বাড়িতে ফ্রিজে, বেসিনে, টাইপ রাইটারের মধ্যে গাছ। তাদের মধ্যে কেউ কথারꦕ পিসি, কেউ মাসি। সবাই যেন ওর আত্মীয়। ও একট গাছ একটি প্রাণ কথাকে 💖প্রাণ দিয়ে মানে, তাই কোথাও মৃতপ্রায় গাছ দেখলেই বাঁচাতে তৎপর হয়ে ওঠে। আর কথা আজকালকার যুগের মতো একেবারে নয়। বরং প্রবীণদের সঙ্গে ওর ভাবনা মেলে। এমন অবস্থায় দাঁড়িয়ে কী করে অগ্নিভ আর ওর মিল হয় সেটাই দেখার।