শ্রীকান্ত মোহতা ও SVF- এর নাম ভাঙিয় চলছে জালিয়াতি, প্রতারণা চক্র। সম্প্রতি সেই প্রতারণা চক্রের ফাঁদেই পড়েছিলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। SVF ও শ্রীকান্ত মোহত🥂ার নাম নিয়ে অডিশনের নামে হোটেলে ডাকা হয় অভিনেত্রীকে, আর্টিস্ট ফোরামের কার্ড করিয়ে দেওয়ার নাম করে চাওয়া হয় টাকা। পুরোটাই যে জালিয়াতি, সেটা নিজের অভিজ্ঞতা থেকে বুঝে যান মৌমিতা।
🤡পুরো ঘটনায় সংবাদমাধ্যমের কাছে সরব হন অভিনেত্রী। সাইবার ক্রাইম ও জালিয়াতি নিয়ে সোনারপুর থানায় অভিযোগও দায়ের করেন। এমনকি মৌমিতা প্রযোজনা সংস্থাকেও জালিয়াতির বিষয়ে সতর্ক করে। এরপরই এই প্রতারণা চক্র নিয়ে সতর্কতা মূলক বিবৃতি জারি করল SVF।
বিবৃতিতে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, ‘আমাদের নজরে এসেছে, কিছু অজানা ব্যক্তি নিজেদের SVF এন্🍃টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি দাবি করে মানুষের সಞঙ্গে যোগাযোগ করছেন, ব্র্যান্ডের নাম ভাঙিয়ে অর্থের বিনিময়ে প্রোজেক্টে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। অনুগ্রহ করে জেনে রাখুন, SVF-এর কোনও প্রতিনিধি কাস্টিং বা অডিশনের বিনিময়ে অর্থ বা অন্যকোনও অনুগ্রহ দাবি করে না। SVF বা তাঁর কোনও প্রতিনিধি, সদস্য এই ধরনের প্রতারণার কারণে ক্ষতির জন্য দায়ী নয়…’।
এখানেই শেষ নয় কেউ এধরনের প্রতারণা করার চেষ্টা করছেন কিনা তা যাচাইয়ের জন্য সংস্থার ফোন নম্বরে যোগাযোগ করে প্রকৃত সত্য জেনে নেওয়ার কথাও জানানো হয়েছে। কেউ যাতে ফাঁদে না পড়েন, সেজন্য সরসরি সংস্থার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম গুলির লিঙ্ক ও ইমেল আইডি এবং ফোন নম্বরও শেয়ার করা হয়েছে। SVF-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই বিবৃতি। যার ক্যাপশানে লেখা হয়, ‘ফাঁদে পড়বেন𒀰 না! প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।’
আরও পড়ুন-নীতিনের মৃত্যুতেও সুশান্ত কাণ্ডের ছায়া! কী কারণে এমন কঠিন পদক্ষেপ! কী বলছে মুম্✃বই পুলিশ?
প্রসঙ্গত শুক্রবারই তাঁর সঙ্গে হওয়া প্রতারণা ও জালিয়াতি নিয়ে Hindustan Times Bangla-র কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। অভিনেত্রী জানিয়েছিলেন, সৌভাগ্যক্রমে তিনি পুরো জালিয়াতির বিষয়টাই বুঝে গিয়েছেন। তবে দীর্ঘদিন ধরেই যে এই জালিয়াতি চক্র চলছে, তেমনই অন🐓ুমান করছেন তিনি। মৌমিতা জানিয়েছিলেন, তাঁর সঙ্গে যে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে যোগাযোগ করা হয়🐻েছিল, সেটা শ্রীকান্ত মোহতার প্রোফাইল বলেই দাবি করা হয়। এমনকি সেই প্রোফাইলের ফ্রেন্ডলিস্টে তাঁর ২৯২ জন কমন ফ্রেন্ড রয়েছেন বলেও জানান অভিনেত্রী। সেটা দেখেই তিনিও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলেন। এরপর সেখানকার মেসেঞ্জার থেকে শ্রীকান্ত মোহতার গলা নকল করে ফোন করা হয়। জানানো হয় কাস্টিং ডিরেক্টর ফোন করবেন।
এরপর যথারীতি SVF-এর নাম নিয়ে মৌমিতাকে সিড ওরফে সিদ্ধার্থ নামে কেউ একজন ফোন করেন। অডিশন ও স্ক্রিপ্ট রিডিং-এর জন্য অভিনেত্রীকে একটা হোটেলে ডেকে নিয়ে যাওয়া হয়। যদিও পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রী সেখান থেকে বের হয়ে এসেছিলেন। পরে আর্টিস্ট ফোরামের কার্ড করিয়ে দেওয়ার নামে টাকা চাওয়া হয় মৌমিতা ✨পণ্ডিতের কাছ থেকে। অভিনেত্রী টাকা দিতে রাজি না হলে হুমকি দেওয়া হয়। এরপরই বিষয়টি প্রতারণা বুঝতে পেরে সোনারপুর থানায় অভি🦩যোগ জানান অভিনেত্রী। SVF-কেও বিষয়টি নিয়ে সতর্ক করেন তিনি।