সামাজিক মাধ্যমে গৃহ প্রবেশের ছবি শেয়ার করেছেন অভিনেত্র𝓀ী স্বরা ভাস্কর। যেখানে তাঁকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে নতুন বাড়িতে প্রবেশের পুজো করতে দেখা গিয়েছে। পুরোপুরি হিন্দু রীতিনীতি মেনে ঢুকলেন নতুন বাড়িতে। এমনকী যজ্ঞ করার ছবিও শেয়ার করলেন নেট মাধ্যমে। ব্যস! শুরু হল ট্রোলিং। এই সেদিন হিন্দুত্ব সন্ত্রাসের সঙ্গে তালিবানি সন্ত্রাসের তুলনা করেছেন। তারমধ্যেই নায়িকার এই ভোলবদ🌺লে অবাক সকলে।
পুরনো বাড়িকেই নতুনভাবে সাজিয়েছেন স্বরা। প্রায় দেড় বছর ধরে চলেছে রেনোভেশনের কাজ। এবার বাড়িতে প্রবেশ করবেন। স্বরার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, গৃহের মঙ্গলকামনায় গণপতির পুজো করা হচ্ছে সব রীতি রেওয়াজ মেনে ৷ আꦑর ছবি শেয়ার ক⛎্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পুজোয় অংশগ্রহন করে নিজেকে পবিত্র মনে হচ্ছে।’
সামাজিক মাধ্যমে গৃহ প্রবেশের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। যেখানে তাঁকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে নতুন বাড়িতে প্রবেশের পুজো করতে দেখা গিয়েছে। পুরোপুরি হিন্দু রীতিনীতি মেনে ঢুকলেন নতুন বাড়িতে🀅। এমনকী যজ্ঞ করার ছবিও শেয়ার করলেন নেট মাধ্যমে। ব্যস! শুরু হল ট্রোলিং। এই সেদিন হিন্দুত্ব সন্ত্রাসের সঙ্গে তালিবানি সন্ত্রাসের তুলনা করেছেন। তারমধ্যেই নায়িকার এই ভোলবদলে অবাক সকলে।
পুরনো বাꩲড়িকেই নতুনভাবে সাজিয়েছেন স্বরা। প্রায় দেড় বছর ধরে চলেছে রেনোভেশনের কাজ। এবার বাড়িতে প্রবেশ করবেন। স্বরার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, গৃহের মঙ্গলকামনায় গণপতির পুজো করা হচ্ছে সব রীতি রেওয়াজ মেনে ৷ আর ছবি শেয়ার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পুজোয় অংশগ্রহন করে নিজেকে পবিত্র মনে হচ্ছে।’|#+|
স্বরার গৃꩲহপ্রবেশ উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা ৷ সুখবরে খুশি তাঁর সহকর্মীরা। কিন্তু হিন্দুত্ববাদীদের আক্রমণ থেকে অত সহজে বাঁচতে পারলেন না অভিনেত্রী। তালিবানে না গিয়ে কেন তিনি হিন্দু দেবতার পুজো করছেন, লোকে সেই নিয়ে প্রশ্ন তুলেছে। মজার মজার মিমও বানানো হয়েছে। যদিও আপাতত সে বিষয়ে কোনও মনতব্য করতে দেখা যায়নি তাঁকে।
আগের সপ্ত𓄧াহেই স্বরা টুইট করেছিলেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। আর তালিবানি সন্ত্রাসের ছবি দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালিবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। আর হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনও নির্দিষ্ট জাতি বা নিপীড়কের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।’ আর তা দে𒈔খেই টনক নড়ছিল দেশবাসীর। কলকাতাক লালবাজারেও তাঁর নামে দায়ের হয়েছিল FIR। হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ও হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে পারে তাঁর এই টুইট বলে অভিযোগ এনেছিলেন রাজা চৌধুরী নামে এক ব্যক্তি।