বোরখা-বিতর্কে নাম জড়িয়েছে ꧅স্বরা ভাস্করেরও। বোরখা পরার স্বপক্ষেই টুইট করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আর তা নিয়েই এবার হলেন কটাক্ষের শিকার। টুইটারে এক মহিলা স্বরার ওয়ানপিসের ফোটো শেয়ার করে লেখেন, ‘এটাই হল আসল স্বরা, যে বোর⛎খা পরা নিয়ে লোককে বোঝাতে আসে।’
তবে এই টুইটে একটুও অস্বস্তি হয় না স্বরার। বরং জবাব দেন মুখের মতো। লেখেন, ♓‘হ্যাঁ এটাই আমি। বম্ব লাগছে দেখতে। ধন্যবাদ। ধন্যবাদ আমার🍸 ছবি শেয়ার করে গোটা দুনিয়ার মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমিও হটি। আমি মহিলাদের নিজের পছন্দের পোশাক পরার স্বাধীনতার হয়ে সওয়াল করি। তুমি বোঝো ‘চয়েজ’ কথাটার মানে… ছাড়ো, তুমি বরং আর কাউকে গিয়ে নোংরা আক্রমণ করো, অবশ্য তাতেও তুমি ব্যর্থই হবে!’
বোরখা বিতর্ক বড় আকার ধারণ করে যখন কলে♛জে বোরখা পরে প্রবেশ করে ৬ ছাত্রী। তাদের ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে আরও কিছু ছাত্র-ছাত্রীর দল স্লোগান দিতে শুরু করে। নিমেষে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যান্য কলেজগুলোতেও। এমনকী, একটা কলেজে লাঠি চালাতেও বাধ্য হয় পুল🅠িশ।
বর্তমানে কর্নাটকের হাইকোর্টে চলছে বোরখা নিয়ে মামলা, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে বোরখা নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। এদিকে বোরখার স্বপক্��ষে যারা আছেন ♛তাঁদের মতামত, এর ফলে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, এরপর স্বরাকে দেখা যাবে ‘কোর্মা’য়। দিব্যা দত্ত আর শাবানা আজমির সাথে। সমলিঙ্গের মানুষের ভালোবাসার গল্প বলবে এই সিনেমা। ইতিমধ্যেই এটি ৭টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়ে গিয়েছে। কিন্তু এখনও মুক্⛄তি পায়নি ভারতে।