চলতি বছর ফেব্রুয়ারি মাসে ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত🔯্রী স্বরা ভাস্কর। ৩১ জানুয়ারি খাতায় কলমে সই-সাবুদ করে বিয়ে সারেন এই জুটি। মার্চ মাসে ঘটা করে বিয়ের রিসেপশন পার্টি দেন।
আইনি বিয়ের ৭ মাসের মাথায় কন্যা সন্তানের জন্ম দেন স্বরা ভাস্কর। আদর করে মেয়ের নাম রেখেছেন রাবিয়া। প্রায়শই মেয়ের সঙ্গে আদুর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। আরও পড়ুন: ‘নি🔯জে শিকার, বাকিদেরও সাবধান করছি’, কোন বিষয়ে হাতজোড় করে ক্ষোভ উগড়ে দিলেন অঙ্কুশ
এই প্রথম মেয়েকে নিয়ে একা বেরিয়েছেন স্বরা। তিন মাস বয়সী একরত্তির সঙ্গে সোলো জার্নির পর বিমানবন্দরে নামতেই তাঁদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিলেন ফাহাদ। স্বরার সঙ্গে দেখা হতেই ফাহাদকে জড়িয়ে ধরে গালে চুমু এঁকে দেন অভিনেত্রী। এখন পর্যন্ত সকলের সামনে মেয়ের মুখ�🐬� দেখাননি দম্পতি।
এই মিষ্টি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ছোট্ট রাবিয়ꦡা ওর প্রথম বিমানযাত্রা করল। ফাহাদ যে আমার জীবনে কতটা জরুরি বুঝতে পারলাম’। মাম্মি স্বরাকে এ দিন ক্যাজুয়াল লুকে দেখা মিলেছে। টি-শার্ট এবং ব্যাগি প্যান্ট পরেছেন তিনি।
বিশেষ বিবাহ আইন মেনে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে। ধর্ম নিয়ে কম কটাক্ষ ধেয়ে আসেনি অভিনেত্রীর জীবনে। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি। সন্তান জন্মের পর যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘দোয়া কবুল হল, আর্শীবাদ মিলল, একটা গান গুনꦍগুন করছে একটা রহস্যাবৃত সত্য, আমাদের কন্যা সন্তান রাবি𝔍য়ার জন্ম হয়েছে ২৩ শে সেপ্টেম্বর। আমরা কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ এতো ভালোবাসার জন্য, মনে হচ্ছে এই জগতটা একদম নতুন’।
হ্য়াঁ, ফাহাদ আর স্বরা তাঁদের একরত্তির নাম রেখেছেন রাবিয়া। সুফি সাধক রাবিয়া বাসরির নামানুসারে মেয়ের নাম রেখেছেন দম্পতি। রাবিয়া মূলত আরবি শব্দ। রাবিয়ার অর্থ হল বস𝓀ন্ত, রানি বোঝ𒐪াতেও এই শব্দের ব্যবহার হয়।
২০২০ সালে একটি প্রতিবাদ সভায় ফাহাদের সঙ্গে প্রথম দেখা হয় স্বরার এবং বাকিটা ইতিহাস। 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানের মাঝে শু꧋রু হওয়া এই প্রেম কাহিনি পূর্ণতা পেয়েছিল আগেই, রাবিয়ার আগমনে সম্পূর্ণ হয় স্বরা-ফাহাদের পরিবার।