সোশ্যাল মিডিয়া বর্তমানে মমতা শঙ্করের বলা কিছু কথা নিয়ে বেজায় উত্তাল। তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বর্তমান সময়ে অধিকাংশ মেয়েরা যেভাবে শাড়ি পরে সেই বিষয় নিয়ে কথা বলতে গ🎉িয়ে তুলনা টেনেছেন যৌনকর্মীদের সঙ্গে। এবার সেই বিষয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
কী বলেছেন মমতা শঙ্কর?
তিনি এই সময়ের মহিলাদের অকারণ শরীর প্রদর্শনকে মোটেই ভালো চোখে দেখেন না সেটাই যেন বুঝিয়ে দিলেন। বললেন, 'আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গা মতো থাকবে না, এটা ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে যাঁদের আমরা রাস্তার মেয়েꦓ বলতাম, যাঁরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তাঁরা এইরকম ভাবে দাঁড়াত। কিংবা গ্রামে কাজ করতে গিয়ে আঁচল সরে গেল সেটা দোষের🐼 ছিল না। এঁরা মানুষকে অ্য়াট্রাক্ট করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাঁদের পেশা, আমি তাঁদেরও শ্রদ্ধা করছি।'
উত্তরে কী বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
মমতা শঙ্করের এই কথা ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া যেন আড়াআড়ি ভাবে দুই ভাগে ভেঙে গিয়েছে। কেউ বর্ষীয়ান অভিনেত্রী তথা ♊নৃত্যশিল্পীকে সমর্থন করেছেন। কেউ আবার তাঁর কথার বিরোধিতা করেছেন। এই বিষয়ে সরব হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
এদিন এক ব্যক্তি মমতা শঙ্করের কথাকে ব্যঙ্গ করে একটি ছবি আঁকেন যে একজন মহিলা ল্যাম্প পোস্টের নিচে শাড়ি পরে দাঁড়িয়ে, উন্মুক্ত তাঁর বক্ষবিভাজিকা। এই ছবিটি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, 'আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরাও জানত। আমার বন্ধু ফটোꦓগ্রাফাররা একটু হাত খালি 🌄হলে জানিও।'
আরও পড়ুন: 'সমাজ পুরোপুরি দায়ী', রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ড নিয়ে কী জানালেন 💝কমলেশ্বর মুখোপাধ্যায়🌼?
অনেকেই তাঁর সেই পোস্টে জানিয়েছেন যে তাঁরা আগ্রহী এই ভাবে অভিনেত্রীর ছবি তোলার জন্য। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র যদিও আবার এই বিষয়ে মমতা 🔯শঙ্করের পাশেই দাঁড়িয়েছেন।