আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে লাগাতার পথে নেমেছেন, নামছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনওౠ রাত দখলে সামিল হয়েছেন, কখনও ছুটে গিয়েছেন মহামিছিলে, কখনও আবার অন্যত্র। কিন্তু এরই মাঝে ভাইরাল হয়ে যায় প্রতিবাদে গিয়ে হাসিমুখে তোলা তাঁর বেশ কয়েকটি ছবি। ট্রোল্ড হতেই জবাবে কী বললেন অভিনেত্রী?
কী লিখলেন স্বস্তিকা?
গত মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর তিনি শোভাবাজার চত্বরে একটি জমায়েতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে লেখিকা তথা রূপান্তরকামী মহিলা অ্যাক্টিভিস্ট বন্যা কর সহ অন্যান্যদের সঙ্গে হাসিমুখে ছবি তুলে দেখা যায়। সেই ছবিকে নিয়ে তাঁকে কটাক্ষ𝓀 করা হলে স্বস্তিকা সটান জবাব দেন, 'আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুন ও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদ রত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানাল? আর কোন নিয়ম মানব না। যেভাবে মনে হবে সেই ভাবে রাস্তায় নামব, দিনে, রাতে।'
তিনি 3দিব একই সঙ্গে লেখেন, 'এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে। বেশ করেছি হেসেছি। যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে তারা যে ভাবে ভাল থাকার হোক থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার করুক। হেসে বা না হেসে। এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময়।' অভিনেত্রীর ট্রোলারদের উদ্দেশ্যে সাফ উত্তর, 'যা যত ট্রোল করবি কর। হেসে হেসেই প্রতিবাদ করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক ✅খেলা কর।'
আরও পড়ুন: 'প্রতিটা দিন তোমায় মিস করব', প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ অনন🅘্যা, কাকে হারালেন অভিনেত্রী?
স্বস্তিকা এদিন আরও একটি পোস্টে লেখেন, ‘যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবা💎রও জিজেস করল না কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুম কোথায় যাবে? কারুর পিরিয়ড হোলে কোথায় প্যাড এর ব্যবস্থা হবে? ছি ছি এসব একদম ভাববেন না।’