আয়ুষ্মান খুরানার স্ত্রী চলচ্চিত্💞র নির্মাতা তাহিরা কাশ্যপ আবার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পরেই আবার মন খারাপ হয়ে যায় অনুরাগীদের। এখন কেমন আছেন তিনি? ব🐻াড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই নিজের শারীরিক সুস্থতার আপডেট শেয়ার করলেন তাহিরা।
স্তন ক্যানসার ৭ বছর পর আবার বাসা বেঁধেছে শরীরে, এমন খবর শোনার পর থেকেই তাহিরার শারীরিক আপডেট নিয়ে চিন্তায় ছিলেন ভক্তরা। বাড়ি ফিরেই তাই ছবি পোস্ট করে শারীরিক🃏 সুস্থতার আপডেট সকলের সঙ্গে শেয়ার ক൲রলেন আয়ুষ্মানের স্ত্রী।
আরও পড়ুন: 'দয়া করে সিট বেল্ট...', স্ত্রীর দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দিলেন সোন💛ু
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্যা ডিপ্লোম্যাট’, জন বললেন,'এটা পাকিস্তান বিরোধী সিনেমা…'🗹,
বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট 𓂃করেছেন তাহিরা যেখানে দেখা যাচ্ছে, একটি সূর্যমুখী ফুলের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন তিনি। চোখে চশমা, খো𝕴লা চুল এবং এক মুখ হাসি নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাহিরাকে বেশ সুস্থ দেখতে লাগছে।
ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ভালোবাসা এবং প্রার্থনায় রয়েছি। এগুলো ♍সত্যি ম্যাজিক। ধন্যবাদ তোমাদের সবাইকে। বাড়ি ফিরে অনেকটা সুস্থ হয়ে উঠেছি। যারা আমার জন্য প্রার্থনা করেছেন, তাদের মধ্যে অনেককেই আমি চিনি না। তবুও তারা আমার জন্য প্রার্থনা করেছেন। আমিও তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তাহিরার এই পোস্টে মন্তব্য বিভাগে কমেন্ট করে মন্দিরা বেদী লিখেছেন, ‘আমি প্রত্যেকদিন তোমার জ🤡ন্য প্রার্থনা করি।’ রাজকুমার রাও লিখেছেন, ‘সব থেকে শক্তিশালী মেয়ে। তোমাকে অনেক ভালোবাসা পাঠাচ্ছি।’ টুইঙ্কল খান্না লিখেছেন', অনেক অনেক আদর।' আয়ুষ্মান খুরানার ভগ্নিপতি অপশক্তি খুরানা, হিনা খান এবং ভূমিও কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের ভালোবাসা জানিয়েছেন।
আরও পড়ুন: পুজো দিয়েই পেট পুজো🐭! ভিন রাজ্যে 🔯ছোটবেলার কোন স্বাদ খুঁজে পেলেন স্বস্তিকা?
আরও পড়ুন: রী🥃তেশের বিরুদ্ধে একাই মহাভার🔯ত রচনা অজয়ের, সামনে এল ‘রেইড ২’-র ট্রেলার
প্রসঙ্গত, ২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তাহিরা। চিকিৎসার চলাকালীন প্রতিনিয়ত তিনি আপডেট শেয়ার করেছিলেন সকলের সঙ্গে। পুরো 🎀ব্যাপারটাই শক্ত হাতে ধরেছিলেন তিনি। এবারেও তিনি সবটা সামলে নেবেন বলেই বিশ্বাস সকলের।