কারণে-অকারণে ছবির দৃশ্যে কাঁচি চালিয়ে হামেশাই সংবাদ শিরোনামে থাকে সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তবে এবার সিবিএফসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার তামিল তারকা নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফไর্মে 💧ভিডিয়ো বার্তা পোস্ট করে অভিযোগ করেন তাঁর ছবি ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি সংস্করণের ছাড়পত্র পেতে দু-দফায় ৬.৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে তাঁকে।
এই বিস্ফোরক অভিযোগের পরেই শুক্রবার এই ব্যাপারে মুখ খুলল তথ্য সম্প🦩্রচার মন্ত্রক( MIB)। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয় এই ঘটনা ‘অত্যন্ত ꧃দুর্ভাগ্যজনক’। এই বিষয় নিয়ে বিস্তারিত তদন্তের আশ্বাসও দেওয়া হয়।
বিশাল এক্স প্ল্যাটফর্মেই বৃহস্পতিবার ভিডিয়ো পোস্ট করে জানান, মার্ক অ্যান্টনির হিন্দি ভার্সন-এর সেন্সর সার্টিফিকে💛ট পেতে মুম্বই অফিসে সেই ছবি জমা দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে তাঁর কাছ থেকে সাড়ে ছ লাখ টাকা ঘুষ চায় সিবিএফসি-র উচ্চ পদস্থ আধিকারিকরা। বদলে তার ছবির সময়মতো স্ক্রিনিং এবﷺং U/A শংসাপত্র নিশ্চিত করেন তাঁরা। আজ (শুক্রবার) ছবির মুক্তির দিন নির্দিষ্ট ছিল। সেন্সর সার্টিফিকেট না দিলে প্রযোজক-সহ ডিস্ট্রিবিউটরদের বড়সড় অঙ্কের ক্ষতি হয়ে যেত। একপ্রকার বাধ্য় হয়েই স্ক্রিনিংয়ের জন্য সাড়ে তিন লাখ ও সার্টিফিকেটের জন্য তিন লক্ষ (মোট ৬.৫ লাখ) টাকা ঘুষ দেন বিশাল। তাঁর কথায়, ‘আমার দীর্ঘ ফিল্ম কেরিয়ারে এই পরিস্থিতির সম্মুখীন হইনি। ছবির মুক্তির দিন আজই নির্দিষ্ট থাকায় আমি বাধ্য হয়েছি ঘুষ দিতে। তবে আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নজরে এই বিষয়টি আনতে চাই। নিজের জন্য নয়, ভবিষ্য়তে যেন কোনও প্রযোজককে এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। আমার কষ্টার্জিত টাকা ঘুষের কাজে লাগল, মেনে নিতে পারছি না।’
এই অভিযোগকে গুরুত্ব সহকারেই গ্রহণ করে তথ্য ও সম্প্রচার মন꧃্ত্রক। এই বিষয়ে পূর্ণ তদন্তের কথা জানানো হয় অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন মন্ত্রকের তরফে। ইতিমধ্যেই তথ্য সম্প্রচার মন্ত্রক এক উচ্চপদস্থ অফিসারকে নিয়োগ করা হয়েছে মুম্বইয়ে গিয়ে যাবতীয় বিষয়টি তদন্ত করে দেখতে।
এক্স হ্যান্ডেলে জানানো হয়, ‘অভিনেতা বিশাল যে দুর্নীতির বিষয়টি সামনে এনেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার কোনওরকম দুর্নীতি বরদাস্ত করবে না। যে বা যারা এই কাজে যুক্🌞ত তাঁদেরꦫ বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রকের উচ্চপদস্থ অফিসারকে মুম্বইয়ে নিযুক্ত করা হচ্ছে, আজই তিনি এই তদন্ত শুরু করবেন। সিবিএফসি সম্পর্কে যদি আর কারুর কোনও অভিযোগ থাকে, তাদের কাছে আমাদের অনুরোধ সবাই সরকারের সহযোগিতা করুন।’
এই মুহূর্তে সিবিএফসি-র চেয়ারম্য়ান প▨দে রয়েছেন প্রসূন যোশী। দুর্নীতির অ♚ভিযোগ নিয়ে এখনও মুখ খোলেনি সিবিএফসি।