সহ-অভিনেতার গাড়ির চাকা পিষে দিল তামিল অভিনেতা সরণ রাজকে! দুর্ঘটনাসস্থলেই মৃত্যু হয় ২৯ বছর বয়সী অভিনেতা-সহকারী পরিচালকের। এই চাঞ্চল্যকর ঘটনায় স্তব্ধ ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার রাত ১১টা ৫৩ মিনিট নাগাদ চেন্নাইয়ের আরকট রোডে দুর্ঘটনাটি ঘটে। বাইকে করে ফিরছিলেন সরণ সেই সময় পিছন দিক থেকে আসা একটি চার চাকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সরণের বাইকে। ওই গাড়িটি চালাচ্ছিলেন সরণের ইন্𝐆ডাস্ট্💖রির সিনিয়র, অভিনেতা পালানিয়াপ্পন (৪১)। জানা গিয়েছে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি।
ঘটনায় অভিযুক্ত পালানিয়াপ্পনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় গাড়িতে পালানিয়াপ্পনের সঙ্গে ছিল আরও এক ব্যক্তি, তাঁকেও হেফাজতে নিয়েছে পুলিশ। আপতত দুজনেই জেলবন্༒দি। একটি পার্টি সেরে বাড়ি ফিরছিল তারা, খবর পুলিশ সূত্রে। সিসিটিভি ফুটꦕেজে দেখা গিয়েছে দুর্ঘটনার পর একটি পোস্টে ধাক্কা মারে গাড়িটি, এরপর সেটি থেমে যায়।
জাꦐনা গিয়েছে কেকে নগরের আরকট রোডের উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন সরণ। সেইসময় আমচকাই পালানিয়াপ্পন-এর গাড়ি ধাক্কা মারে তাঁর বাইকে। স্থানীয়রাই পুলিশে খবর দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল সরণের। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মাদুরাভয়ালের বাসিন্দা রাজ। শুধু এক ইন্ডাস্ট্রিতে কাজই করতেন না তাঁরা, পুলিশ জানিয়েছে পরস্পরের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির পার্𓆏শ্ব অভিনেতা হিসাবে পরিচিত পালানিয়াপ্পন। ইতিমধ্যেই পালানিয়াপ্পনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ, চলছে তদন্ত।
প্রয়াতের পরিবারের তরফে বিস্ফোরক অভিযোগ উঠছে পা💜লানিয়াপ্পনের বিরুদ্ধে। রাজের এক আত্মীয়, সংবাদমাধ্য়মে জানান-'পার্টি শেষে মদ্যপ পালানিয়াপ্পনকে বাড়ি পৌঁছে দিতে অস্বীকার করেছিল রাজ, তাই ইচ্ছাকৃতভাবে ওকে খুন করা হয়েছে'। পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ পরিবারের, তাঁদের দাবি দুর্ঘটনার তিন ঘন্টা পর পরিবারকে খবর দেয় পুলিশ।
ভেত্রি মারনের সহকারী পরিচালক হিসাবে কাজ করতেন প্রয়াত সরণ রাজ। বড়া চেন্নাই ছবিতে তাঁর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন শরণ। এই জনপ্রিয় ছবিতে অভিনয়ও করেছেন সরণ, এছাড়াও অসুরণ ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। সরণ রাজ রেখে গেলেন তাঁর স্ত্রী ও দু-বছরের শিশুকন্যাকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ইন্ড🍌াস্ট্রিতে।