বাংলার তারকারা এবার জিতে নিয়েছে সিসিএল (সেলেব্রিটি ক্রিকেট লিগ)। দীর্ঘ অপেক্ষার পর কাপ এসেছে বাংলায়। বেঙ্গল টাইগার্স দলের জয়জয়কার এখন সর্বত্র। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলেই টিমকে। রবিবার ফাইনালে কর্নাটকের মুখোমুখি হয়েছিল বাংলার টিম। এর আগের সিজনཧগুলিতে বারবার ব্যর্থতার মুখে পড়তে হয় যিশু সেনগুপ্তর টিমকে। তবে তাঁর হার না মানা মানসিকটাই আজ আনল ট্রফি।
সোমবার রাতে কলকাতায় ফিরল টিম বেঙ্গল টাইগার্স। কলকাতা বিমানবন্দরে রীতিমতো ছিল উত্তেজনা। কাপ নিয়ে যিশু এয়ারপোর্টের বাইরে পা রাখার মুহূর্ত ভাইরাল সোশ্যালে। ফুলের মালা পরিয়ಌে স্বাগত জানানো হল প্লেয়ারসদের।
আরও পড়ুন: নাচে মশগুল খুদেটি এখন বলি-নাꩵয়িকা, পান জাতীয় পুরস্কার, সদ্য মা হয়েছেন, বলুন তো কে
বনি সেনগুপ্তকে বলতে শোনা গেল, ‘ব্যাঁকাত্যাড়া হয়ে ফিরছি। পা নাড়াতে পারছি না। ফাইনালি জিতে ফেরা। ট্রফি বাড়িতে আনা। সবাইকে প্রমিস করেছিলাম এবার বাংলাকে কাপ এনে দেব। সবাই মিলে টিম এফোর্ট দিয়ে সেটা করেছি। কেউ ব্যাটিংয়ে, কেউ বোলিಞংয়ে, কেউ ফিল্ডিংয়ে। সবাই মিলে একটা প্রচেষ্টা। একটা ভালো খেলা দেখাব সবাইকে এটা স্বপ্ন ছিল, সেটা করে পেরেছি, সত্যিই খুব খুশি আজকে।’
আরও পড়ুন: বচ্চন পরিবা♛রে অশান্তির খবর! প্রয়াত বাবার জন্য কী বার্ত🍸া ঐশ্বর্যর? সহমত আরাধ্যাও
তবে ভাইস ক্যাপ্টেন সৌরভ কিন্তু ছাড়ার পাত্র নন। কাপ নিয়ে কলকাতায় পা রেখেই ট্রোলারদের করলেন তুলোধনা। যারা এতদিন কমেন্টে নেতিবাচক কথা বলে এসেছিল তাঁদের সাবধান করে সৌরভ বললেন, ‘যারা যারা কমেন্টে প্রথম থেকে ♓লিখেছিলে ড্যাশ ড্যাশ ড্যাশ, সেই কমেন্টগুলো বদলানো শুরু করুন। কাল সকালে ঘুম থেকে ওঠার পর ওগুলোতেই ফেরত যাব’।
আরও পড়ুন: বিয়ে করবেন বলে একসঙ্গে কেনেন ফ্ল্যাট! তাও ক𒁃েন প্রেমিকের দিকে রাগী চোখ সু🍷স্মিতার