এই বছর পুজোয় বলিউডকে ছাপিয়ে বাংলা ছবির জয়জয়কার। আলিয়া ভাটের জিগরা কিংবা রাজকু💟মার-তৃপ্তির ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ টিকতে পারেনি দেব-শিবপ্রসাদদের সামনে। যার ফলে চওড়া হাসি 🌠ইন্ডাস্ট্রিতে। বাকি দুই বাংলা ছবির চেয়ে পিছিয়ে মিঠুনের শাস্ত্রী। তবে ১৮দিন পরেও হলে রমরমিয়ে চলছে টেক্কা আর বহুরূপী।
সুপারস্টার দেবের সামনে মাঝারি উচ্চতার তথাকথিত হিরোসুলভ চেহারা না থাকা এক অভিনে🌠তা পর্দায় ভেলকি দেখাচ্ছেন। তিনি শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। পরিচালক🦹 হিসাবে টলিউডে তাঁর গ্রহণযোগ্যতা সবমহলে। কিন্তু অভিনেতা শিবপ্রসাদকে নতুন করে আবিষ্কার করিয়েছে বহুরূপী।
দু-সপ্তাহ পর কে কোথায় দাঁড়িয়ে? চলুন সন্ধান করা যাক। ৮ই অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছিল টেক্কা। ১৮ দিনে꧙ বক্স অফিসে দেব-সৃজিত জুটির ছবির আয় ৪.১০ কোটি টাকা। টেক্কার অফিসিয়্যাল বক্স অফিস কালেকশন জানিয়েছেন প্রযোজক দেব। দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘দারুণ উত্তেজনার সঙ্গে জানাচ্ছি, টেক্কা বক্স অফিসে দু-সপ্তাহে ৪.১০ কোটির গণ্ডি ছুঁয়েছে! সকলকে এই জার্নিটাকে সফল করে তোলার জন্য ধন্যবাদ, আপনাদের 🎉ভালোবাসা আর সমর্থন ছাড়া সম্ভবপর হত না। এই আনন্দটা খাঁটি, কারণ আপনারা সঙ্গে আছেন’।
১০দিনে টেক্কার আয় ছিল, ৩.৩২ কোটি টাকা। অর্থাৎ গত ৬দিনে বক্স অফিসে প্রায় ৭৮ লক্ষ টাকা কামাই করেছไে এই ছবি। sacnilk.com-এর রিপোর্টও বলছে ১৬ দিনে টেক্কার আয় ৪ কোটির আশেপাশে। ওদিকে বহুরূপীর আপটেড কী? এই ছবি নিয়ে প্রযোজনা সংস্থার তরফে কারেন্ট কোনও আপটেড প্রকাশ্যে আনা হয়নি। sacnilk.com-এর মতো বক্স অফিস পোর্🗹টাল জানাচ্ছে ১৬ দিনে এই ছবির আয় (গ্রস কালেকশন) ৮.৮৪ কোটি টাকা। ১৬তম দিনেও বক্স অফিসে ২৫ লক্ষ টাকার ব্যবসা হাঁকিয়েছে এই ছবি।
সুতরাং এই গতিতে চললে এই সপ্তাহ শেষে কিংবা আগামী সপ্তাহের শুরুতেই ১০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে বহুরূপী। আয়ের নিরিখে টেক্কার চেয়ে প্রায় ডবল কালেকশন এই ছবির। প্রযোজক-অভিনেতা শিবপ্রসাদ আগেই জানিয়েছেন, এই ছবির তৈরীর খরচ উঠে আসবে শুধুমাত্র হল কালেকশন থেকেই। ꧒বহুরূপী ছিল উইন্ডোজ-এর সবচেয়ে ব্যায়বহুল প্রোজেক্ট।
ওদিকে শাস্ত্রীর আয়ের কোনও পরিসংখ্যান প্রকাশ্যে আনেননি প্রযোজক সোহম কিংবা সুরিন্দর ফিল্মস। তবে sacnilk.com-এর পরিসংখ্যান অনুসারে এই ছবি ১৬ দিনেও ১ কোটির গণ্ডি ছুঁতে পারেনি। আয় দাঁড়িয়েছে ৯৮ লক্ষ টাকা। দ্বিতীয় সপ্তাহে এই ছবির শো সংখ🌸্যাও এক ঝটকায় একশোর নীচে নেমে এসেছে। তৃতীয় সপ্তাহে আরও কমবে।
ভুলভুলাইয়া ৩ মুক্তিতে এখনও ৭ দিন বাকি। চলতি সপ্তাহে বল๊িউডের কোনও উল্লেখযোগ্য রিলিজ নেই বক্স অফিসে। সুতরাং ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকছে টেক্কা ও বহুরূপীর ক🍒াছে।