বিধানসভা নির্বাচন তেলাঙ্গানায়। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু💦 হয়ে গিয়েছে। ১১৯টি বিধানসভা আসনে, প্রায় ২,২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তেলাঙ্গানার মসনদে ভারত রাষ্ট্রীয় সমিতিই থাকবে নাকি অন্য কোনও দল ক্ষমতায় আসবে সেদিকে নজর সকলেরই। ভোটগ♑্রহণ চলবে বিকেল ৫টা অবধি।
১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৬০। এ দিন সাধারণ মানুষের পাশাপাশি দক্ষিণী তারকারাও ভোট দিতে এসেছেন। জুবিলি হিলসে ভোট দিতে এলেন অভিনেতা আল্লু অর্জুন। অনুরাগীদের ভোট দানের জন্য আর্জি জানান অভিনেতা। আরও পড়ুন: 🌌নজর কেড়েছে এই বিশেষ জিনিস, কালো-গোল্ডেন স্ট্যাপলেস গাউনে ঘাম ঝরানো লুকে শ্রুতি
সকাল সকাল জুবিলি হিলসে ভোট দিতে এলেন অভিনেতা চিরঞ্জীবী। তাঁর স্ত্রী সুরেখা ও মেয়ে𝓀 শ্রীজাও ভোট দিতে এসেছেন। জুনিয়ার এনটিআর এবং তাঁদের পরিবারও ভোট দিতে গিয়েছেন-
পরিচালক এসএসরাজামৌলি এবং তাঁর স্ত্রী রামা রাজামৌলি সকলকে ভোটদানের আর্জি জানান। অভিনেতা নিথিনও ভোট দিয়েছেন। বিলাসবহুল গাড়িতে চেপে হায়দরাবাদে ൲ভোট দিতে এলেন রানা দাগুবাতি।
ভেঙ্কটেশ দাগুবাতি ভোট দেওয়ার পর ভক্ত💙ের সঙ্গে একটি ভিডিয়ো তুলেছিলেন।
জুবিলি হিলসে ভোট দিতে এলেন অভিনেতা নাগা চৈতন্য।
অভিনেতা-প্রযোজক নাগার্জুন ও স্ত্রী আমালা আক্কেনি।