বিগত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। রাজনীতির আঙিনায় পাꦿ রাখলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গড়লেন নিজের রাজনৈতিক দল। লোকসভা ভোটের প্রাক্কালে ঘোষণা করলেন তাঁর রাজনৈতিক দলের নাম। বিজয় তাঁর দলের নাম রেখেছ🦋েন ‘তামিলাগা ভেটরি কাজাগম’।
সিনেমা থেকে রাজনীতিতে পা রাখার ঘটনা নতুন কিছু নয় দক্ষিণ ভারতে। বিভিন্ন সময় বিনোদন জগতের তারকারা এসেছেন রাজনীতিতে। সেই তালিকায় এবার নাম লেখালেন বিজয়। কিন্তু নিজের দল ঘোষণার পর বিবৃতি দিয়ে অভিনেতা জানিয়েছেন, তাঁর দল আসন্ন নির্বাচনে লড়বে না, এমনকি অন্য কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না। জানা গিয়েছে, দলীয় বৈঠকেই নাকি অভিনেতা এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরও পড়ুন: তৃতীয় বিবাহবার্ষিকীতে গেলেন কেরল, কেমন ঘু🐷রছেন ইমন-নীলাঞ্জন
নিজের ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানিয়েছেন, দীর্ঘ অনেক বছর ধরে তাঁর ফ্যানক্লাব একটি বেসরকারি একটি প্রতিষ্ঠান হিসেবে মানুষেꦆর পাশে থেকে কাজ করে চলেছে। কিন্তু, তারপরেও এটি সোশ্যাল কিংবা অর্থের দিক থেকে উন্নতি করতে পারছে না। ঠিক এই কারণেই, তাদের একটি রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন। সেই কারণেই, এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তামিল ভাষায় তিনি ‘থালাপতি’। আদরের এই নামের অর্থ কমান্ডার। বিজয়কে এই নামেই ডাকেন তামিল সিনেমাপ্রেমীরা।
বিজয় জানিয়েছেন, 'তামিলাগা ভেটরি কাজাগম' রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনে। লক্ষ্য আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জয🅰়লাভ করাജ। আর সেই সঙ্গে মৌলিক রাজনৈতিক পরিবর্তন আনতে হবে, যা জনগণ চায়। অভিনেতার কথায়, 'রাজনীতি একটি পেশা নয় বরং রাজনীতি পবিত্র জনসেবা। 'তামিলাগা ভেটরি কাজাগম' আক্ষরিক অর্থ 'তামিলনাড়ু বিজয় দল'। দলের নাম ঘোষণার পর ঘোষণার পর উদযাপন শুরু করেন তাঁর ভক্তরা।
উল্লেখ্য, সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিজয়। সেখানে তাঁর বক্তব্য শুনে নেটিজেনরা ধরেই নিয়েছেন তিনি রাজনীতিতে আসছেন। তামিলনাড়ুতে শিক্ষ💙ার বেসরকারিকরণের বিরুদ্ধে মত দেন অভিনেতা। তাঁকে সমর্থন জানিয়েছেন অনেকেই।
থালাপতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। তিনি এ🀅কটি ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং একটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার জিতেছেন। মূলত তামিল ছবিতেই অভিনয় করেন বিজয়। তবে তামিলনাড়ুর বাইরে গোটা দেশেই তিনি অসম্ভব জনপ্রিয়। এবার রুপোলি পর্দা থেকে রাজনীতির ময়দানে অবতীর্ণ হলেন বিজয়।