দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ 🍨থালাপতি বিজয়। তাঁকে রজনীকান্তের সঙ্গেও তুলনা করা হয়। তবে, সম্প্রতি নিজের বাবা-মা-সহ ১১ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন এই তারকা। মামলা করেছেন নিজের মা ও বাবার নামেই। চিত্রপরিচালক এসএ চন্দ্রশেখর ও শোভার ছেলে বিজয়।
দায়রা আদালতে বিজয় যে মামলা করেছেন তাতে বলা হয়েছে, কেউ তাঁর নাম নিয়ে প্রকাশ্যে জন আলোচনা সভা বা সমাবেশ আয়োজন করতে পারবে না। এর পিছনে আছে বড় কারণ। কিছুদিন আগেই এই অভিনেতার বাবা ছেলের নাম করে ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। এই দলের সাধ𓆏ারণ সম্পাদক পদে আছেন বিজয়ের বাবা এবং কোষাধ্যক্ষ হিসেবে আছেন তার মা শোভা চন্দ্🅺রশেখর। বিজয়ের অভিযোগ, তাঁর ফ্যানক্লাবকে ভুল পথে চালিত করে একটি রাজনৈতিক দল তৈরি করেছেন তাঁর বাবা। যার অনুমতি তিনি কখনোই দেননি।
এর আগে বিজয় একটি লিখিত লিখিত বিবৃতি প্রকাশ করে বলেন যে, আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কো💦নও সম্পর্ক নেই। আমি আমার অনুরাগীদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না। তখনই তিনি জানিয়ে দেন, যদি কেউ রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য তাঁর ছবি, নাম বা তাঁর ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা।
১৯৮৫ সালে ‘নান সিবাপু মনিথন’ নামক একটি ছবিতে রজনীকান্তের সঙ্গে শিশু চরিত্রে অভিনয় করেন বিজয়। তারপর একাধি♕ক হিট ছবিতে তাঁকে দেখা গিয়েছে। জানা যায়, দক্ষিণী সিনেমার সুপারস্টারদের মধ্যে তিনি অন্যতম, যার পারিশ্রমিক প্রতি সিনেমা ১০০ কোটি টাকা। বিজয়ের নামে বেশ কিছু ফ্যানক্লাব আছে, যেগুলোতে আছেন লক্ষ লক্ষ মানুষ। বিজয়ের কোনও ছবি মুক্তি পাওয়ার আগেই তা সুপার হিট বলে ধরে নেওয়া হয়। আর এই কারণেই বিজয়ের ওপর বাজি রেখে বিগ বাজেটের ছবি তৈরি করেন পরিচালকরা।