নয় দিন পরও বক্স অফিসে রাজত্ব বজায় ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর। ১৫০ কোটির ঘর ছুঁই ছুঁই করছে এই ছবি। ছবির অন্যতম অভিনেতা অনুপম খের। বক্স অফিসে ছবির সা💦ফল𒅌্যের কথা মা দুলারি খেরকে জানিয়েছেন তিনি। ছেলের মুখে ছবির সাফল্যের কথা শুনেই আপ্লুত তিনি। চোখের সামনে যেন সেই অতীত ভেসে উঠেছে তাঁর।
ক্যামেরার সামনে মনে কথা উজাড় করলেন অনুপম খেরের মা দুলারি খের। মনের সমস্ত ক্ষোভ উগরে দিলেন। মায়ের বক্তব্যকে লেন্সবন্দি করে শেয়ার করলেন অনুপম। ভিডিয়োতে দুলারি বলছেন, ‘ছবিটি ভালো করে তৈরি করা হয়েছে। ছবিতে যদি কোনও ভুল থাকত, মানুষ তবে দেখত না।🦋’
কাশ্মীর থেকে উৎখাত হওয়ার পর নিজেদের দুর্দশার বিবরণ দিতে দিতে তিনি বলেন, 'আমার ভাই রামবাগে থাকত। একদিন সন্ধে꧙বেলা বাড়িতে এসে বলল, সবকিছু ছেড়ে চলে যেতে হবে। সেই বছরও ও নিজের বাড়ি বানিয়েছে। আমি এবং আমার অন্য ভাইদেরও নিজেদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল ও। দরজায় চিঠি ছিল 'আজ তোমার পালা'। সেই মানুষটি বাড়ির দলিলটি বা ব্যাঙ্কের পাসবুক পর্যন্ত নিয়ে যায়নি। ভালোবাসা দ🌼িয়ে সযত্নে যে বাড়ি গড়েছিলেন তিনি, সেখান থেকে দূরে থাকার কারণে মনকষ্টে মারা যান।'
পরে নিজের ভাইয়ের ব্যাপারে বলতে গিয়ে আরও বলেন, ‘ও টাকা-পয়সাও নেয়নি। দিল্লি-মুম্বইতে কোনও পৈতৃক সম্পত্তিও ছিল না। তাঁবুতে থেকেছে। আমি এমনকি আমার শত্রুদের জন্যও এমনটা চাই না।’ শ্রীনগরে জন্ম দুলারির। সেখানেই বেড়ে ওঠা। ভিডিয়োর অপর অংশে তিনি🦂 জানিয়েছেন, এখনও সেখানে ফিরে যেতে যান তিনি।
বক্স🔯 অফিস ফুলে ফেঁপে উঠছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবি পরিচালনায় বিবেক আগ্নিহোত্রী। শনিবার নবম দিনে বাকি আট দিনের তুলনায় সবেথেকে বেশি কালেকশন করেছে এই ছবি। মুক্তির পর দ্বিতীয় শনিবারে ꦇ২৪.৮০ কোটির ব্যবসা করেছে এই ছবি। এখনও পর্যন্ত ১৪১.২৫ কোটির ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবꦅং গোয়ার মতো অনেক রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রযোজনায় তেজ নারায়ণ আগারওয়াল, অভিষেক আগারওয়াল, পল্লবী যোশী এবং বিবেক আগ্নিহোত্রী।
ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ๊ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ 🍃সারনায়েক। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি।