বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ‘দ্য কাশ্মীর ফাইলস’। ন্যূনতম প্রচার এবং মার্কেটিং, সেই সঙ্গে স্বলꦗ্প বাজেট নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে এই সিনেমা। কিন্তু বক্স অফইসের দৌড়ে চরম সফল। শুক্রবার অর্থাৎ ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীব✤াস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। ছবিটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ইতিহাসের উপরেই তৈরি হয়েছে এই ছবি। মুক্তির তিন দিন পরেও বক্স অফিসে দারুণ ব্যবসা🍃 করেছে এই ছবি।
উল্লেখ্য, প্রথম দিনে ৩.৫৫ কোটির ব্যবসা করেছে ‘দ্য কাশ্ܫমীর ফাইলস’। দ্বিতীয় দিনে ৮.৫০ কোটির বেশি ব্যবসা। ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ সোমবার সকালে টুইট করে জানিয়েছেন, ‘সীমিত প্রচার, নন-হলিডে রিলিজ, পরাক্রমশালী প্রতিপক্ষ [#রাধেশ্যাম],🔯 সীমিত স্ক্রিন গণনা [শুক্র ৬৩০+] দ্য কাশ্মীর ফাইলস অনেক প্রতিকূলতার মধ্যেও বিজয়ী হয়েছে।’
অপর টুইটে তিনি জানিয়েছেন, ‘বক্স অফিসে অসম্ভব ব্যবসা… ৩য় দিনে ৩২৫.৩৫% বৃদ্ধি (প্রথম দিনের থেকে).. নতুন রেকর্ড... মেট্রো + মাস বেল্ট,🦂 মাল্টিপ্লেক্স + সিঙ্গেল স্ক্রিন.. *উদ্বোধনী উইকএন্ড* দুর্দান্ত ব্যবসা... শুক্রবার ৩.৫৫ কোটি… শনিবার ৮.৫০ কোটি… রবিবার ১৫.১০ কোটি… ভারতে মোট আয় ২৭.১৫ কোটি’।
ত্রিশ বছর আগের এক ভয়ঙ্কর রাত। যা আতঙ্কের আবহ সৃষ্টি করেছিল কাশ্মীরি পণ্ডিতদের মনে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ এবং হত্যাকে ঘিরে এগিয়েছে ছবির গল্প। ছবিতে অনুপম খের পুষ্কর নাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন। ভাষা সুম্বলি তার পুত্রবধূ শারদা পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন, যার পুত্র- শিব এবং কৃষ্ণ, দুর্ঘটনার পরে ভাগ্যের পরিহাসে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়। চিন্ময় ফারুক মালিক বিট্টা একজন সন্ত্রাসী এবং দেশত্যাগের পিছনে আসল পাণ্ডার চরিত্রে দেখা 🍰গিয়েছে।
হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, ‘ট্র্যাজেডি সম্পর্কে বিবেক অগ্নিহোত্রীর গবেষণা ছবির প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে। যদি༺ও ছবিটি প্রায় তিন ঘণ্টার, সেক্ষেত্রে বিশেষ কোনও প্রয়োজনীয়তা ছিল না। নন-ল♔িনিয়ার চিত্রনাট্য আপনাকে কোনও একটি চরিত্রের গল্পে ডুবে যেতে দেয় না। পুষ্কর এবং তার পরিবারের সঙ্গে যা ঘটেছিল সেইটা ভেবে আপনি যখন ভয় পাচ্ছেন, ঠিক একই সময় কৃষ্ণ এবং তার পরিবারের হত্যাকাণ্ডের সত্যতা খুঁজে পাওয়ার জন্য অনুসন্ধান শুরু হয়। সঙ্গে সঙ্গে আপনি বর্তমানে ফিরে আসেন। কৃষ্ণের যাত্রা এবং তার পরিবারের সঙ্গে কী ঘটেছিল সে সম্পর্কে সত্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে গল্পে আরও দৃঢ় বিশ্বাস এবং স্বচ্ছতার প্রয়োজন ছিল।’
ছ𒈔বির🐽 প্রযোজনায় তেজ নারায়ণ আগারওয়াল, অভিষেক আগারওয়াল, পল্লবী যোশী এবং বিবেক আগ্নিহোত্রী।