পরনে ভেলভেটের স্যুট, সঙ্গে সাদা চোস্তা, গলায় মোটা একটা রজনীগন্ধার মালা, মাথায় পাগড়ি, কপালে চন্দনꦦের টিপ। এক্কেবারে বরবেশে হাজির ছিলেন তিনি। হ্য়াঁ, বিয়ে করতেই গিয়েছিলেন। সেদিন, সেসময় তাঁকে ঘিরে থাকতে দেখা যাচ্ছে বহু মহিলাকে, সকলেই সেজেগুজে তখন ভীষণ ব্যস্ত।
সেটা ছিল ১৯৭৮ সালের একটা রাজকীয় বিয়ের আসর। সেই বিয়ের বর-কনে দুজনেই নামী ব্যক্তিত্ব। বরটি রাজপরিবারের 𝄹সন্তান, রাজপুত্র বলাই ভালো। সম্প্রতি সোশ্🦄যাল মিডিয়ায় উঠে এসেছে বর বেশে তাঁর ছবি। দেখুন তো ইনি কে চিনতে পারেন কিনা?
🗹 চিনতে পারলেন? তাহলে একটু খোলসা করেই বলাভালো। ইনি🌱 হলেন ভরত দেব বর্মা। ত্রিপুরার রাজপরিবারের সন্তান। সদ্য প্রয়াত মুনমুন সেনের স্বামী। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ছবিটি মুনমুন-ভরতের বিয়ের দিনের ছবি। লেখিকা, বইপ্রেমী মৌমিতা রায়চৌধুরী নামে এক মহিলা সম্প্রতি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভরত দেব বর্মার বিয়ের দিন বরবেশের ছবিটি পোস্ট করেছেন।
আরও🐲 পড়ুন-সি-সেকশনের মাধ্যমে মা হয়েছেন, মেয়ের জন্মের ১মাসও কাটেনি, ফের ডেট নাইটে গেলেন শ্র🍌ীময়ী