কেবল অভিনয় নয়, আরও একটি জিনিসে দারুণ দক্ষ ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। তিনি জ্যোতিষী হিসেবেও সমান খ্যাতি অর্জন করেছিলেন। ভাগ্য গণনা করা, মানুষের হাত দেখে তাঁদের ভবিষ্যৎ বলে দেওয়া এসব ছিল তাঁর বাঁ হাতের খেল। ছক কষে আগামীতে কার সঙ্গে কী হবে সেটাও বলে দিতে পারতেন তিনি একটা সময়। ফলে অল্পদিনেই টলিউডে তিনি জ্যোতিষী হিসেব🅘ে নাম করে ফেলেন। কিন্তু এই চর্চাটা বেশিদিন চালাননি তিনি। একটা সময়ের পর ছেড়ে দেব ভাগ্য গণনা। কিন্তু কী এমন হয় যে তিনি এই সিদ্ধান্ত নেন?
জ্যোতিষ চর্চা কেন ছাড়লেন দীপঙ্কর?
দীপঙ্কর দের কাছে স্টুডিয়ো পাড়ার অনেকেই হাত দেখাতেন। যেতেন মিঠুন চক্রবর্তীর মতো খ্যাতনামা স্🐽টাররাও। এমনকি মিঠুনের ছেলে মিমোর জন্মছক এই বর্ষীয়ান অভিনেতারই বানিয়ে দেওয়া। অর্থাৎ কুষ্ঠি বꦺানিয়ে দিয়েছিলেন তিনি। তবে কেবল মিঠুন চক্রবর্তীর ছেলে নন, আরও অনেক তারকার ভবিষ্যৎ বাৎলে দিয়েছিলেন তিনি। কিন্তু এখন এসবের থেকে দূরে থাকেন তিনজন কিন্তু কেন?
আরও পড়ুন: 'মনে রাখব...'🐈 রামমন্দিরের উদ্বোধনের পর ভারত জুড়ে অকাল দীপাবলি, তবুও কেন এমন লিখলেন বিদ🏅ীপ্তা?
আরও পড়ুন: সম্পর্কের টাইমলাইনে নতুন ꦍঅধ্যায়! বিয়ে করলেন বল্লভপুরের রূপকথার 'রা꧒জা' সত্যম, দেখুন ছবি
টিভি৯ কে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপঙ্কর দের অর্ধাঙ্গিনী 🤪দোলন রায় জানিয়েছেন ১৯৯৭ সালে যখন তাঁদের সম্পর্ক তৈরি হয় তার কিছুদিনের মধ্যেই জ্যোতিষ চর্চা ছেড়ে দেন দীপঙ্কর। জ্যোতিষ চর্চা ছেড়ে তিনি বিজ্ঞানের পথ বেছে নিন। সেটাকেই আপন করে নেন। এখন তিনি বিজ্ঞানের পড়াশোনাতেই মগ্ন থাকেন।
আরও পড়ুন: চান্দু চ্যাম্পিয়নে বিশ্ব চ্যাম্পিয়ন সেনা আগবেকোর ꦐমুখোমুখি হবেন কার্তিক! প্রকাশ্যে ছবির BTS দৃশ্য
দীপঙ্কর দের প্রজেক্ট
দীপঙ্কর দে🤡 অভিনীত বিজয়ার পরে ছবিটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে। দর্শকদের থেকে দারুণ সাড়া প🌸েয়েছে এটি। আগামীতে তাঁকে স্টার জলসার নতুন সিরিয়াল বঁধূয়ায় দেখা যাবে। আপাতত সেটার শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি।