যশ রাজ স্পাই ইউনিভার্সের সবচেয়ে পুরোনো খিলাড়ি তিনি। পাঠান-এ তাঁর ক্যামিও সাড়া ফেলেছিল, কিন্তু পূর্ণদৈর্ঘ্যের ছবিতে খানিক হতাশ করলেন ভাইজান। বক্স অফিসের লড়াইয়ে শাহরুখের চেয়ে অনেকটা পিছিয়ে টাইগার। সলমন যতটা গর্জে ছিলেন ততটা বর্ষালেন কই? টাইগাﷺর ৩-র প্র🍸থম ১৩ দিনের আয়ের হিসাব সেই ইঙ্গিত দিচ্ছে।
Sacnilk.com-এর রিপোর্ট বলছে ১৩ দিনে দেশের♈ বক্স অফিসে কমবেশি ২৬০ কোটি টাকার ব্যবসা করেছে সলমনের ছবি। বক্স অফিসের রিপোর্ট বলছে মুক্তির প্রথম সপ্তাহে দেশের বক্স অফিসে মোট ১৮৭.৬৫ কোটি টাকার বিজনেস করেছে এই ছবি। যার অধিকাংশই এসেছে হিন্দি মার্কেট (১৮৩ কোটি টাকা) থেকে। দ্বিতীয় সপ্তাহে নিম্নমুখী ছবির আয়। ১৩ তম দিনে মাত্র ২.৭২ কোটিতেই গুটিয়ে যাবে এই ছবি, বলছে প্রাথমিক ট্রেন্ড। যার জেরে দ্ব🎃িতীয় সপ্তাহে ছবির আয় দাঁড়াবে ৬৭.২২ কোটির আশেপাশে। যা প্রথম সপ্তাহের অর্ধেকের চেয়েও কম। এখনও পর্যন্ত ভারতের বক্স অফিসে ২৫৭.৫৯ কোটি টাকা আয় করেছে টাইগার ৩।
ত্রায়োদশ দিনে বജক্স অফিসে পাঠান-এর কামাই ছিল ১৫.৭০ কোটি টাকা। দেশের বাজারে শাহরুখের মোট আয় ছিল ৪৩৮ কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে বিস্তর পিছিয়ে সলমন। জওয়ানের সঙ্গে ব্যবধান আরও পু🎀রনো।
প্রথম সপ্তাহে টাইগার ৩-র আয়- ১৮৭.৬৫ কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহে টাইগার ৩-র আয়- ৬৭.২২ কোটি টাকা
মণীশ শর্মা পরিচালিত টাইগ🌟ার ৩-র কালেকশন এক কথায় সন্তোষজনক। কিন্তু সাম্প্রতিক সময়ে শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা সানি দেওলের গদর ২-এর কথা🎉 মাথায় রাখলে হতাশ হবেন ভাইজান। কারণ আট দিনের মধ্যেই ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল এই দিন ছবি। তবে টাইগার ৩-র আয়ের গতি বলছে দিল্লি এখন অনেক দূর! ৩০০ কোটির গণ্ডি ছুঁতে মিরাকেলই ভরসা সলমনের।
টাইগার ৩-র সঙ্গে ৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সলমন। সঙ্গী 'জোয়া' ক্যাটরিনা। ভিলেনের ভূমি♏কায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি। ছবির অন্যতম আকর্ষণ শাহরুখ ও হৃতিকের ক্যামিও।