বক্স অফিসের লড়াইয়ে শাহরুখের চেয়ে অনেকখানি পিছিয়ে ভাইজান! এবার তো নিজের কাছেও হারতে বসেছেন তিনি। ৬ বছর আগে মুক্তি পেয়েছিল টাইগার ফ্রাঞ্চাইসির দ্বিতীয় ছবি ‘টাইগার জিন্দা হ্য়ায়’। সেই সময় দেশের বক্স অফিসে ৩৩৯ কোটির ব্যবসা করেছিল সলমনের ছবি। কিন্তু টাইগার ৩-র কালঘাম ছুটছে ৩০০ কোটির ক্লাবে ঢুকতেই! আরও পড়ুন-শাহরুখ আপনাকে ব্যবহার করে♈ ছুঁড়ে ফেলবে তবে উনি অ্যান্টি-ন্যাশন্যাল নন: অভিজিৎ
রবিবার, মুক্তির ১৫তম দিনে দেশের মার্কেটে প্রায় ৭.০৬ কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবির। এর সুবাদে ছবির মোট কালেকশন দাঁড়িয়েছে ২৭১.০৯ কোটি টাকা। অর্থাৎ টুকটুক করে ৩০০ কোটির দিকে এগোলেও দিল্লি এখন অনেক দূর! বিশেষত শুক্রবার বক্স অফিসে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ ও ভিকি কৌ♔শলের ‘স্যাম বাহাদুর’। তাই ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ আর বেশিদিন নেই সলমনের হাতে। আগামী চারদিন মেরেকেটে ৩০০ কোটির কাছাকাছি পৌঁছালেও ‘টাইগার জিন্দা হ্য়ায়’-র কালেকশন ছুঁতে পারবে না এই ছবি, দাবি বক্স অফিস বিশেষজ্ঞদের।
দীপাবলির বিরাট বাজার ধরার সুবর্ণসুযোগ ছিল ভাইজানের হাতে। কিন্তু তা পুরোপুরি কাজে লাগাতে পারেননি সলমন। টাইগার ৩-র বক্স অফিস কালেকশন সন্তোষজনক হলেও ফাটাফাটি নয়। বক্স অফিসের রিপোর্ট বলছে মুক্তির প্রথম সপ্তাহে দেশের বক্স অফিসে মোট ১৮৭.৬৫ কোটি টাকার বিজনেস করেছে এই ছবি। দ্বিতীয় সপ্তাহে নিম্নমুখী ছবির আ😼য়। মাত্র ৬৭.২২ কোটি টাকা। যা প্রথম সপ্তাহের অর্ধেকের চেয়েও কম।
২০২৩-এ মুক্তিপ্রাপ্ত তিনটি ছবি দেশের মার্কেটে ৫০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে, সেখান থেকে লক্ষ যোজꦉন দূরে টাইগার ৩। শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা সানি দ𒆙েওলের গদর ২-এর কালেকশনের নিরিখে টাইগার ৩-র এই ব্যবসা হতাশ করবে ভাইজানকে। ১৩ দিনের মধ্যে ৫০০ কোটির ঘরে পৌঁছে গিয়েছিল শাহরুখের শেষ রিলিজ ‘জওয়ান’।
টাইগার ৩-র সঙ্গে ৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে🐻 ফিরেছেন সলমন। সঙ্গী 'জোয়া' ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি।𓄧 ছবির অন্যতম আকর্ষণ শাহরুখ ও হৃতিকের ক্যামিও। ২০১২ সালে কবীর খান পরিচালিত ‘এক থা টাইগার’-এর সঙ্গে শুরু হয়েছিল গুপ্তচর টাইগারের সফর। ১১ বছর পর সেই ম্যাজিক ফিকে না হলেও খানিকটা ম্লান 'পাঠান' শাহরুখের সামনে।