বিগত কয়েক সপ্তাহ ধরে কানাঘুষোয় শোনা যাচ্ছে পূজা এন্টারটেইনমেন্টের মা🦩থায় নাকি ২৫০ কোটি টাকার ঋণ। কিছু কিছু রিপোর্টে আবার এও দাবি করা হচ্ছে এই প্রযোজনা সংস্থা নাকি অক্ষয় কুমারকে চারটি ছবির জন্য ১৬৫ কোটি টাকা দিয়েছে। এবার এই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন প্রযোজক সুনীল দর্শন।❀ জানালেন এই সমস্ত রিপোর্ট মিথ্যে। বরং উল্লিখিত মূল্য নাকি টাইগার শ্রফের পারিশ্রমিকের প্রায় সমান।
কী জানিয়েছেন প্রযোজক?
টাইমস নাওকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীল অক্ষয়ের পারিশ্রমিক প্রসঙ্গে কথা বলেন। এবং তাতেই তিনি জানান, 'আমি এই বিষয়ে কোনও 𓂃মন্তব্য করব না কারণ আপনি যে সংখ্যা বা মূল𝐆্য বলছেন সেটা সঠিক নয়। বরং এটা অনেক বেশি টাইগার শ্রফের পারিশ্রমিকের কাছাকাছি।'
প্রসঙ্গত পূজা এন্টারটেইনমেন্টের পরিচালনা করেন জ্যাকি ভাগনানি এবং তাঁর বাবা বসু ভাগনানি। পূজা এন্টারটেইনমেন্টের হয়ে টাইগার শ্রফ দুটো ছবিতে কাজ করেছেন বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং গণপথ। দুটো ছবিই বিপুল বাজেটে বানানো হয়েছিল কিন্তু বক্স অফিসে একেবারেই সেই অ♕র্থে ছাপ ফেলতে পারেনি। উল্টে বলা যায় মুখ থুবড়ে পড়েছিলღ।
অন্যদিকে অক্ষয় কুমার এই প্রযোজনা সংস্✃থার সঙ্গে চারটি ছবিতে কাজ করেছেন। আর এই চারটি ছবি হল বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, বেল বটম, মিশন রানিগঞ্জ এবং কাটপুতলি।
সুনীল যখন জানান উল্লিখিত মূল্য টাইগার শ্রফের কাছাকাছি তখন তাঁর থেকে জানত𓃲ে চাওয়া হয় তাহলে অক্ষয় কুমার কত পারিশ্রমিক নিয়েছেন ৪ ছবির জন্য? এই বিষয়ে তিনি জানান 'এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। কিন্তু আমি এটা অবশ্যই বলব বসু ভাগনানি তাঁর ব্যবসার শীর্ষে পৌঁছেছিলেন ১৯৯০ এর দশকে যখন তিনি ডেভিড ধাওয়ানের ꦓসঙ্গে হাত মিলিয়ে প্রায় এক ডজন ছবি বানিয়েছিলেন।'
সুনীল দর্শনের মতে এখন༒ এই প্রযোজনা সংস্থার উচিত নতুন করে সব স্ট্র্যাটেজি বানানো যাতে ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেরাও এ🥃গোতে পারে।
কী নিয়ে এত হইচই?
জানা গিয♔়েছে একাধিক ক্রু মেম্বার জানিয়েছেন পূজা এন্টারটেইনমেন্ট নাকি তাঁদের পেমেন্ট সঠিক টাইমে করছে না। বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে জানানো হয় এই প্রযোজনা সংস্থার মাথার উপর যে ২৫০ কোটি টাকার ঋণের বোঝা ছিল সেটা মেটাতে তাঁরা ৭ তলার একটি অফিস বিক্রি করে দিতে বাধ্য হন। একই সঙ্গে লাগাতার বক্স অফিস ফেলিওরের জন্য এই প্রযোজনা সংস্থা অপারেশন কমাচ্ছে বলেও জানা গিয়েছে।