লক্ষাধিক টাকার প্রতারণার শিকার অভিনেতা টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ। সোজা পুলিশের দ্বারস্থ হলেন আয়েশা। অভিযোগ, প্রায় ৫ꦐ৮ লক্ষ টাকা প্রতারণার শিকার তিনি। যেকারণে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেছেন জ্যাকি শ্রফের স্ত্রী এবং টাইগারের মা আয়েশা।
পুলিশ সূত্রে খবর আলান ফার্নান্ডেজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন আয়েশা শ্রফ। ভারতীয় দণ্ডবিধির ৪০৮, ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৫৬ ধারায় মামলা দায়ের꧂ করেছেন জ্যাকি শ্রফ পত্নী।
জানা যাচ্ছে, আলান ফার্নান্ডেজ নামে ওই ব্যক্তিকে ২০১৮ সালে ২০ নভেম্বর আয়েশা শ্রফের কোম্পানিতে নিয়োগ করা হয়েছিল। আয়েশার এই কোম্পানিটি মার্শাল আর্টের প্রশিক্ষণ দেয়। আর সেই কোম্পানিতে ডিরেক্টর পদে নিয়োগ করা হয় আলান ফার্নান্ডেজকে। অভিযোগ, কোম্পানির তরফে দেশ ও বিদেশে আয়োজিত ১১ টি টুর্নামেন্ট থেকে টাকা তুলে সেই টাকা আত্মসাৎ করেছেন আলান ফার্নান্ডেজ। ৩ মে এই তাঁর বিরুদ্൲ধে সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেন আয়েশা শ্রফ।
আরও পড়ুন-কাজলের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘ𝄹টেছে? কঠিন সময়ের কথা জানি☂য়ে বড় সিদ্ধান্ত অভিনেত্রীর
আরও পড়ুন-গুরুদোয়ারায় ঢুকে প্রেমে মজে সানি-আমিশা, 𒁏বেজ𒉰ায় চটল শিখ সংগঠন SGPC
প্রসঙ্গত, এর আগেও একবার অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন মডেল আয়েশা শ্রফ, সেবার নাকি ৪ কোটি টাকা চোট হয়েছি🍬ল বলে অভিযোগ জানিয়েছিলে🌼ন তিনি।