মিমির বদলে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন সায়নী ঘোষ। ব্রিগেডের ময়দান থেকে ঘোষণা হয়েছে সায়নীর নাম। তবে নাম ঘোষণা হতেই বিন্দুমাত্র অপেক্ষা করেননি সায়নী। নেমে পড়েছেন ভোটের প্রচারে। কখ🌄নও তিনি দলীয় কর্মীদের সঙ্গে দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন, কখনও আবার মিছিলে হেঁটেছেন। কিংবা কোনও মহিলার মোমোর ဣদোকানে ঢুকে পড়ে মোমো খেতে এবং বানাতেও দেখা গিয়েছে সায়নীকে।
প্রচারে নেমে মানুষের মন পেতে কোনও 🌃প্রচেষ্টাই বাদ রাখছেন না সায়নী ঘোষ। কারণ, যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তুরুপের ত্রাস যে তিনিই। এদিকে আবার প্রচার শেষেও বিন্দুমাত্র এনার্জির কমতি নেই তাঁর। সারাদিনের শেষে বাড়ি ফিরে বসে গান ধরতে দেখা গিয়েছে সায়নীকে। তাঁরই ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছে সেই মুহূর্ত। তাতে বাড়িতে সোফায় বসে গিটার বাজাতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। অন্যদিকে সায়নী সেই সুরে গান ধরেছেন, ‘যদি আকাশের গায়ে কান না পাতি/ তোমার কথা শুনতে পাবো না’। এদিকে তাঁর চোখে মুখে তখন ক্লান্তির ছাপ। যে শাড়ি পরে প্রচারে বের হয়েছিলেন, সেই শাꦉড়িতেই দেখা যায় তাঁকে। এই ভিডিয়ো পোস্ট করে সায়নী ক্য়াপশানে লিখেছেন, ‘সারাদিনের শেষে… জয়গুরু’।
আরও পড়ুন-জিতুর ২য় বার এনগেজমেন্টের খবরে প্রাক্তনকে কী বলতে চান🍸? নিজের বিয়ে নিয়েও মুখ খুললেন নবনীতা