অন্তঃসত্ত্বা হওয়ার জেরে বাদল অধিবেশনে যোগ দিতে পারেননি। তবে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই পার্লামেন্টে হাজির নুসরত জাহান রুহি। তিন মাসের ছেলেকে ঘরে রেখেই সাংসদের দায়িত্ব🦩 পালনে ব্যস্ত নুসরত। নির্বাচনী লড়াইয়ে জয় লাভের পর থেকেই গোটা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে এই তারকা সাংসদ। পেশাদার রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও নানা সময়ে পার্লামেন্টে নুসরতের ঝাঁঝালো বক্তব্য আলোড়ন ফেলেছে। এদিনও লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কেন বেসরকারিকরণ করা হচ্ছে, সেই নিয়ে মোদী সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করালেন নুসরত।
তৃণমূল শুরু থেকেই কেন্দ্রের এই পদক্ষেপে বিরোধিতা করেছে। দলের হয়েই এদিন সুর চড়ালেন নুসরত। কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেল- এর মতো একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, সেই মতো পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ করা হবে তেমন ইঙ্গিত রয়েছে। আমজনতার আর্থিক উন্নয়নের স্বার্থে তৈরি সংস্থাগুলির দায়িত্ব কেন ছেড়ে দিতে চায় কেন্দ্র? এই সিদ্ধান্ত দܫেশের আর্থিক পরিস্থিতি জন্য লাভজনক নয়, এমনটাই বারবার বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাই এদিন শোনা গেল নুসরতের মুখে।
নুসরত এদিন লোকসভায় দাঁড়িয়ে বলেন, ‘লাভজনক সংস্থাগুলির উপরে সরকারের এই কোপ কেন? বেসরকারিকরণ যদি করতেই হয় তাহলে আর্থিক ক্ষতির শিকার যে সব সংস্থা, সেগুলি💧কে কেন বেছে নেওয়া হচ্ছে না? এভাবে তো সংশ্লিষ্ট সংস্থার কর্মীরাও অনিশ্চিত ভবিষ্যৎ মুখে পড়ছেন।’ অনুরোধের সুরে তৃণমূল সাংসদ বলেন, ‘পিপিপি মডেলে অলাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ করুক কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে এসে বিবৃতি দিয়ে জানান রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা নিচ্🍰ছে তাঁর সরকার। আমার দল বরাবরই এভাবে লাভজনক সংস্থার উপর কোপ ফেলার বিরোধী। আমিও ফের সেকথাই মনে করিয়ে দিলাম।’
একথা বলাই বাহুল্য ব্যক্তিগত জীবনে ꦉযতই বিতর্ক থাকুক না কেন, সংসদ হিসাবে নিজ দায়িত্বে অবিচল নসুরত জাহান। হাজার বিতর্ক এড়িয়ে এদিন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে জিরো আওয়ারে কেন্দ্রের কাছে এই জরুরি প্রশ্ন রাখলেন⛦ তিনি।