মাকে হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোমবার সকা❀লে সোশ্যাল মিডিয়ায় মা তৃপ্তি কন্যা আঢ্য-র সঙ্গ⛄ে একটি ছবি শেয়ার করে সেই খবর ভাগ করে নিলেন অভিনেত্রী।
অপরাজিতা ইনস্টাগ্রামে লিখলেন, ‘মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন। অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার.... মার আত্মার শান্🅰তি হ🐟োক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অপরাজিতার মা। ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। এই কারণে চলতি বছরে ধুমধাম করে পালনও করেননি জন্মদিন। ২২ ফেব্রুয়ারি দিনটা বরাবরইꦑ তিনি কাটান বন্ধুদের সঙ্গে। তবে এবারে কলকাতার বাড়ি থেকে পৌঁছে গিয়েছিলেন জন্মস্থান হাওড়ায়। জানিয়েছিলেন, ‘প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা বাড়িতে আসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। তবে এবার সেই পার্টিটা হচ্ছে না। মায়ের কাছে যাব। মা খুব অসুস্থ, শয্যাশায়🅺ী। মায়ের সঙ্গে এটাই হয়তো আমার শেষ জন্মদিন।’
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার এই পোস্টে একজন কমেন্ট করেছেন, ‘ওঁর আত্মার শান্তি কামনা করি। ভগবান তোমায় এই শোক সামলে ওঠার শক্তি দিক।’ আরেকজন লিখেছেন, ‘দিদি ♑মনে বল রাখো। জানি এর কোনও স্বান্তনা হয় না। তোমার মায়ের আত্মার শান্তি কামনা করছি।’
১৯৭৮ সালে জন্ম হয় অপরাজিতার। কেরিয়ারের শুরুর দিকে অভিনেত্রীকে সেটে সঙ্গ দিতেন তাঁর মা। শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা জানিয়েছিলেন, 'আমার মা তখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। বাবা বাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚড়িতে নেই। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যেতে হবে। তখনও এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক সময়ের অনেক আগে আমার জন্ম। তারপর সাড়ে ৩ মাসের লড়াই। মা যখন আমাকে বাড়ি নিয়ে এলেন, এত লড়াই করে যে মেয়ে বেঁচেছে, তার নাম রাখলেন অপরাজিতা।
অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে লক্ষ্মীকাকিমা সুপারস্টার ধারাবাহিকে। টিআরপি তালিকায় শুধু যে ভালো ফল করেছিল এই মেগা তা নয়, অভিনেত্রীꦿর কাজও সকলের মন জয় করে নিয়েছিল। বর্তমানে অপরাজিতা রয়েছেন ঘরে ঘরে জি বাংলা-র সঞ্চালনার দায়িত্বে, সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী হালদার।