৩০ নভেম্বর ছিল জিতের জন্মদিন। বলিউডের ছাপই ধরা পড়ল এবার অভিনেতার বাড়ির সামনে। শাহরুখꦑকে নিয়ে যেমন মাতামাতি চলে জন্মদিনের দিন, সেরকমই হয় বৃহস্পতিবার জিতের বাড়ির সামনে। সেই ভিডিয়ো ভাইরালও হয় সোশ্যাল মিডিয়াতে। তবে তা নিয়েই কটাক্ষে ভরালেন টলিউডের প꧂্রযোজক রাণা সরকার।
ཧজন্ম🧸দিনে জিৎকে শুভেচ্ছা জানালেন তিনি। এমনকী নামের আগে ‘সুপারস্টার’ও জুড়লেন। তবে তারপরই উপদেশ দিলেন অভিনেতা জিতের ভক্তদের।
রাণা লেখেন, ‘সুপারষ্টার জিৎ-কে জন্মদিনের শুভেচ্ছা। একটাই প্রশ্ন মনে, যতজন ফ্যান জিদ্💟দার বাড়ির সামনে জমা হয়েছে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, তারা কি জিদ্দার সিনেমা দেখতে হলে গেছে ? গেলে 'মানুষ' সিনেমাটা এতবড় ফ্লপ হত না।’
‘এতে জিদ্দার কোনও দোষ নেই, যে ফ্যানরা সিনেমা দেখতে যায়নি তারাই দোষী।বাড়ি না গিয়ে সিনেমা হল ভরিয়ে দিলে সবচেয়ে বেশি খুশির উপহার হত।আমাকে খিস্তি দেওয়ার হলে দিন। কিন্তু বিষয়টা ভেবে🏅 দেখুন জিৎ ফ্যানরা। বিগত পাঁচ বছরে জিদ্দার কোনও হিট সিনেমা নেই। আজ জন্মদিনে প্রতিজ্ঞা করুন আপনার প্রিয় জিদ্দার পরবর্তী সিনেমা হিট করাবেন।’, আরও জুড়লেন রাণা।
আরও পড়ুন: রাহুলের সঙ্গে প্রেমচর্চা ছিল তুঙ্গে, আচমকা বিয়ে রুকমার! সিঁদ🎶ুর পরলেন সায়নের হাতে
২৪ নভেম্বর মুক্তি পেয়েছে ‘মানুষ’। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন জিৎ, জিতু কমল ও সুস্মিতা চট্টোপাধ্যায়ে। ছবিতে দেখা মিলেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমেরও। সিনেমায় জিৎ হিরো, তাঁর চরিত্রের নাম অর্জুন মুখোপাধ্যায়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সৎ, সাহসী অফিসার। সঙ্গে তার আরেক পরিচয় মিলি নামে একটি ছোট্ট মেয়ের বাবা। অন্য দিকে জিতুর মান্নান হল গ্রে-শেডের একটা চরিত্র। ছবি নিয়ে যতটা উত্তেজনা ছিল, তা দেখা যায়নি বক্স অফিসে। জিতের আগের ছবি চেঙ্গিজও মিশ্র ফল করেছিল বক্স অফিসে। যা নিয়ে তখনও ট্রোল করতে ছাড়েননি রাণা সরকার। আরও পড়ুন: মꦡু🐭ক্তির আগেই ৩৪ কোটির টিকিট বিক্রি, ‘অ্যানিম্যাল’ রণবীরকে দেখে কী বলছে দর্শকরা?
এদিকে জিতের মানুষের সঙ্গে সিনেমা হলে মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কা সরকার আর অঙ্কুশ হাজরার কুরবানও। সেই সিনেমাও চলেনি হলে। যা নিয়ে নিজেই মস্করা করেছিলেন অঙ্কুশ। সিনেমা হলে মাছি মারছে বলে নিꦜজেই লেখেন ফেসবুকে। বরাবরই বাংলা সিনেমার থেকে ব𒁏াংলাতে প্রাধান্য পেয়ে আসছে বলিউড। তাই তো পাঠান-জাওয়ানরা যতটা আয় করে এই বাংলাতে, তার ধারেকাছেও যেতে পারে না বাংলা ছবিগুলি।