𓃲 পুজোর সিনেমার বাজার নিজের দখলে রেখেছে দশম অবতার আর বাঘা যতীন। কোনটা ছেড়ে কোনটা দেখবে দর্শক, তা এখন বোঝা দায়। সৃজিতের সিনেমা টানটান রহস্য নিয়ে, পরের পর খুন শহরে। আর যার তদন্ত করবে দুই পুলিশ অফিসার। যেখানে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর অনির্বাণ ভট্টাচার্য। অন্য দিকে, দেব বানিয়েছেন বাঙালির দেশপ্রেমের গাঁথা। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালির ভূমিকা, বাঙালির বলিদানই উঠে এসেছে বাঘা যতীন সিনেমায়। বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়ে টানটান ছবি বানিয়েছেন পরিচালক অরুণ রায়। আর বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন দেব। সশস্ত্র বিপ্লব, ব্রিটিশ বিরোধী আন্দোলন দর্শককে টেনে রাখে সিটের সঙ্গে।
🅺নিজের অভিনয়কেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেব এই ছবিতে। পাগলু, চ্যালেঞ্জ-এর মতো সিনেমা করা দেবকে বাঘা যতীন হিসেবে দেখে চক্ষুস্থির সিনেপ্রেমীদের। তবুও ব্যবসার নিরিখে দশম অবতারের থেকে বেশ পিছিয়ে দেবের ছবি। আর তা নিয়েই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে ফেললেন টলিউডের আরেক প্রযোজক রাণা সরকার। বাঘাযতীন সিনেমাটিকে ট্যাক্স ফ্রি করার আবেদন করলেন তিনি।
ꦺরাণা সরকার ফেসবুকে লিখলেন, ‘দেব অভিনীত বাঘাযতীন সিনেমাটিতে বাংলার স্বাধীনতা সংগ্রাম কে স্মরণ ও উদযাপন করা হয়েছে। বাঙালি হিসেবে আমরা গর্বিত বাঘাযতীন নিয়ে সিনেমা তৈরী হওয়াতে।’ এরপর যোগ করেন, ‘অন্যান্য রাজ্যে এমনকি প্রপাগ্রান্ডা সিনেমাকেও ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। রাজ্য সরকারকে অনুরোধ বাঙালির স্বাধীনতা সংগ্রামকে যাতে আরো বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় তাই এটিকে ট্যাক্স ফ্রি করা হোক।’
ꦍদেবকে নিয়ে একসময় কম কটাক্ষ ভরা পোস্ট করেননি রাণা সরকার। তবে বছরখানেক ধরেই সম্পর্কের বরফ গলেছে। দীর্ঘ ৮ বছর ধরে ‘ধূমকেতু’ মুক্তির অপেক্ষায় দিন গুণছে দেব-শুভশ্রী ভক্তরা। যে ছবির প্রযোজনার দায়িত্ব ছিল রাণার উপরে। দেবকে খোঁচা দিয়ে একসময় রাণা বলেছিলেন, নায়কের ‘লোভের জন্য আটকে’ ধূমকেতু। ২০১৬ সালে এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছিল। ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে সত্তোরোর্ধ প্রৌঢ়র লুকে দেখা যাবে দেবকে। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি।
🌳রাণার অভিযোগ ছিল, যৌথ প্রযোজক ভায়াকম ১৮ অসহযোগিতা করছে মুক্তি নিয়ে। ছবি তৈরি বাবদ বাড়তি ২৪ শতাংশ অর্থ চেয়ে বসায় সমস্যা দেখা দিয়েছে, অন্যদিকে দেবও নাকি ছবির ডাবিং করেননি। এখনও সে জট কাটেনি। তবে দেবের উপর রাগ কমেছে রাণার। আজকাল, নায়ক, তৃণমূলের তারকা সংসদের সমর্থনে, ছবির প্রশংসা করে প্রায়ই পোস্ট করে থাকেন।