‘বিভ্রান্তিকর’, 'মিꦬথ্যে কথা বলা হচ্ছে', এমন অভিযোগে অমিতাভ বচ্চন অভিনীত এক বিজ্ঞাপনের বিরুদ্ধে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রকের কাছে অভিযোগ দায়ের করল ব্যবসায়ীদের সংগঠন CAIT। প্রসঙ্গত অমিতাভ বচ্চন অভিনীত এই বিজ্ঞাপনটি জনপ্রিয় অনলাইন বিক্রেতা সংস্থা ফ্লিপক🔯ার্টের।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)এর অভিযোগ, বিজ্ঞাপনটিকে ‘বিভ্রান্তিকর’। এই বিজ্ঞাপন দেশের ছোট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। এই বিষয়ে তাদের তরফে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির (CCPA)র কাছে অভিযোগ জান🌟ানো হয়েছে। পাশাপশি বিবৃতি দিয়ে বিজ্ঞাপনটি প্রত্যাহারেরও অনুরোধ করা হয়েছে।
CAIT 🌳দাবি করেছে, যে ‘মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ এর জন্য ভোক্তা সুরক্ষা আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে ফ্লিপকার্টের কাছে জরিমানা আরোপ করা হোক এবং অমিতাভ বচ্চনের কাছ থেকেও ১০ লক্ষ টাকা জরিমানা চাওয়া হোক। যদিও এই অভিযোগের বিষয়ে ফ্লিপকার্টের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। অমিতাভ বচ্চনও কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন-🎃 'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছে♔ন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
CAIT মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, ‘ধারা ২(৪৭) এর সংজ্ঞা অনুসারে, Flipkart, অমিতাভ বচ্চন অভিনীত বিজ্ঞাপনে ভারতের স্মার্টফোন বাজারে বিক্রেতা/সরবরাহকারীদের দ্বারা যে দামে মোবাই♏ল ফোন দেওয়ার হয় বলে দাবি করছে সেটা ভুল ৷ এতে তারা অন্য ব্যক্তির পণ্য, পরিষেবা বা বাণিজ্যকে অপমান করছে, এবং ক্রেতাদের বিভ্রান্ত করছে।’
প্রবীণ খান্ডেলওয়াল আর🅰ও বলেন, ‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রতিরোধের নির্দেশিকা A বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য অনুমোদন, ২০২২-এর নিয়ম ৪ অনুসারে, ফ্লিপকার্টের এই বিজ্ঞাপন বিভ্রান্তিকর। কারণ এতে কোনও সত্যি নেই এবং এটি সৎ উপস্থাপনা নয় এবꦰং এটি সম্পূর্ণ ভুল, দূষিত, বিভ্রান্তিকর এবং কারসাজি’।
প্রসঙ্গত, CAIT-এর দাবি, গত সপ্তাহে, অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনটি ফ্লিপকাꦫর্টের আসন্ন বিগ বিলিয়ন ডে সেলের প্রচার করে। সেখানে ভোক্তাদের বলা হয়, তারা যে মোবাইল দিচ্ছে তা খুচরা দোকানে অফলাইনে পাওয়া যাবে না🐠৷