কোনও ছবি মুক্তির আগে যখন তার নাম প্রকাশ্যে আসে তখন সেই নাম দেখেও দর্শকদের মনে অনেকটা কৌতূহল জন্মায়। অক্ষয় কুমার ও ভূমি পেডনেকারের ২০০৭ সালের ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’-র ক্ষেত্রেও তাই হয়েছিল। যেমন তাঁদের ছবির নাম ভীষণ ভাবে চর্চায় ছিল তেমনই ছবিটি বক্স অফিসেও দারুণ ভাবে সফল হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ছবি মুক্তির ৮ বছর পর, সম্প্রতি এক অনুষ্ঠানে, অভিনেত্রী জয়া বচ্চন অক্ষয়ের এই ছবিকে কটাক্ষ করেছেন। যা শুনে অনেকের অবাক হয়েছেন। একটি ভাইরাল ভিডিয়োতে জয়াকে🐠 বলেতে শোনা গিয়েছে যে, তিনি কখনওই এমন নামের ছবি দেখবেন না।𝄹 তাছাড়াও ছবিটিকে তিনি ফ্লপও বলেন।
আরও পড়ুন: 'এই ইংরেজি নিয✃়ে আবার বাচ্চাদের...' রাজের প্রশং❀সা করতে গিয়ে ভুল উচ্চারণের জন্য ফের ট্রোলের শিকার শুভশ্রী
এক সাক্ষাৎকারকে প্রোপাগান্ডা ফিল্ম প্রসঙ্গে ‘টয়লেট: এﷺক প্রেম কথা’ কথা উঠে আসায় সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, ‘শুধু নামটা শুনেই আমি এমন ছবি কখনও দেখতে যাব না। ‘টয়লেট: এক প্রেম কথা’, এটা কি কোনও নাম? দয়া করে বলুন আপনাদের মধ্যে কতজন এ ধরণের নামের ছবি দেখতে যাবেন? এত লোকের মধ্যে ৪ জন হাত তুলছে, খুব দুঃখজনক। এটা তো ফ্লপ, ফ্লপ ছবি। আজকাল তো রাজনৈতিক দলগুলিও ছবি তৈরি করছে।' আর জয়ার এই বক্তব্যেই ক্ষেপে লাল নেটিজেনরা।
আরও পড়ুন: অজয় দেবগন এবং জাহ্নবী কাপুর হাজির মুমꦿ্বইয়ের কৃষ্ণ কালী মন্দিরে! তাহলে কি নতুন কোনও কা💮জের খবর?