একে লোকসভা ভোটে রক্ষে নেই, এবার দোসর আইপিএল! এর জেরেই এক ঝটকায় নিম্মমুখী বাংলা সিরিয়াল ও রিয়ালিটি শো-এর রেটিং। ফিকশন শো-এর মতোই হাল নন-ফিকশনেরও। আসলে আইপিএলের সময়টা প্রাইম-টাইম সিরিয়ালের জন্য মন্দার বাজার। লোকসভা ভোটের জেরে সংবাদ চ্যানেল গুলোতেও নজর সকলের, ফলে টিভি সিরিয়ালের রেটিং খানিকটা পড়তির দিকে। আরও পড়ুন-‘জীবনের আনন্দ কী, জানলই না’, সৌরভের পছন্দে অরুচি পায়েলের! হতাশ দাদার পাশে ꦇমধুমি🍷তা
দোল ও হোলির জন্য গত সপ্তাহে টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়নি। এই সপ্তাহে মাত্র তিন দিনের ব্যাবধানে সামনে এল টিআরপি লিস্ট। আর সেই তালিকায় চোখ বোলালেই ছবিটা পরিষ্কার হবে। গত শে ১৭ই মার্চ জি বাংলা সোনার সংসারের জেরে সম্প্রচারিত হয়নি দিদি নম্বর ১ সানডে ধামাকা প🐟র্ব, তাই গত সোমবারের এপিসোডে দিদির রিপোর্ট কার্ড ছিল ফিকে। বৃহস্পতিবার সেই ছবিতে বদল এল।
দাদাকে টপকে এগিয়ে এলেন রচনা। আপতত ভোটের ময়🌳দানে বাংলার দিদি নম্বর ১, তবুও শো-এর সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন পুরোদমে। সৌরভকে পিছনে ফেলে এই সপ্তাহে দিদির নম্বর ৫.৭। মাত্র ৪.৫ নম্বরেই আটকে গেলেন মহারাজ। গত সপ্তাহের চেয়ে ০.১ নম্বর কমেছে দাদাগিরির। যার জেরে চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে।
দেখুন নন ফিকশন টিআরপির তালিকা-
দিদি নম্বর ১ (সানডে ধামাকা)- ৫.৭
দাদাগিরি (৪.৫)
ঘরে ঘরে জি বাংলা (১.৩)
এই সপ্তাহে জলসার সানডে ফিকশনের নম্বর উল্লেখ করা হয়নি টিআরপি তালিকায়, একইসঙ্গে অনুরাগের মহাপর্বের রেটিং-এর আলাদ উল্লেখ নেই। যার জেরে হতাশ সূর্য-দীপার ভক্তরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনে আকাশছোঁয়া রেটিং পেয়েছিল দౠিদি নম্বর ১। এরপর সানডে ধামাকা এপিসোডে একঝাঁক চমক দেওয়ার চেষ্টায় জি কর্তৃপক্ষ, তবে মমতা ম্যাজিক অধরাই রয়েছে। দিদি নম্বর ১-এর আসন্ন এপিসোডে হাজির হবেন অষ্টমীর কলাকুশলীরা।🐟 এই সপ্তাহে দাদাগিরির মঞ্চেও চমকের শেষ নেই। পৌঁছাবেন অন্বেষা হাজরা, পায়েল সরকার, মধুমিতা সরকাররা।
আরও পড়ুন-'শ্বেতাই আমার লাকি চার্ম',﷽ সদ্য বাবা হয়েছে সৃজন; মেয়েকে সামলাতে প্রস্তু✱ত TRP টপার রুবেল?
এই সপ্তাহে ফিকশন বিভাগে এক নম্বরে রয়েছে নিম ফুলের মধু। গত ২ সপ্তাহ ধরে একদম উপরে ছিল ফুলকি। ফুলকিকে (৭.৬) পিছনে ফেলল সৃজন-পর্ণা জুটি(৭.৮)। তৃতীয় নম্ඣবরে রয়েছে জগদ্ধাত্রী, প্রাপ্তꦡ নম্বর ৭.৩।