যতই চলুক ঠাকুর দেখা, ভুরিভোজ বা আরজি কর নিয়ে প্রতিবাদ, সিরিয়ালপ্রেমীরা বৃহস্পতি𝓀বার দিনটিতে অধীরে অপেক্ষায় থাকেন টিআরপি জানতে। কোন ধারাবাহিক কাকে টেক্কা দিল, জি বাংলা না স্টার জলসা হল বেঙ্গল টপার, তা জানতে এটুকু উৎসাহ তো থাকবেই।
সবাইকে অবাক করল রাঙামতি তীরন্দাজ। প্রোমো দেখে অনেকেই বলেছিল এই ধারাবাহিক চলবে না! তবে দেখা গেল, এ💧তদিন ধরে টপার ফুলকির ব༺িপরীতে খুব খারাপ নম্বর আসেনি। ৫.৮ রেটিং পেয়ে ধরে রেখেছে নিজের জন্য ষষ্ঠ স্থান।
আরও পড়ুন: বিয়ের ১ বছর হওয়ার আগেই দিয়েছেন সুখবর! কেমন করে ষষ্🃏ঠী কাটালেন কাঞ্চন-শ্ꦯরীময়ী?
অন্যদিকে, নতুন শুরু হওয়া ধারাবাহিক আনন্দীও কিন্তু ভালোই লোক টানছে। ৫.৪ রেটিং পেয়ে চ𒀰লতি সপ্তা🐻হে তা অষ্টম স্থানে। তবে এবারের টপার হল ফুলকি ও কথা। যৌথভাবে দুই সিরিয়াল হল বেঙ্গল টপার। মানে এবার কাঁধে কাঁধে টক্কর স্টার জলসা ও জি বাংলার।
আরও পড়ুন: গতবার মেয়ে ছিল গর্ভে, এবার ইউভ🅠ান-ইয়ালিনিকে নিয়েꩲ পুজোয় রাজ-শুভশ্রী
এদিকে জগদ্ধাত্রী অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে যেতেই, চড়চড়িয়ে বেড়েছে নম্বর। মাত্র .১ রেটিংয়ের জন্য (৭.০) কথার থেকে পিছিয়ে স্লট হারাল, আর এল দুই নম্বরে। আর এবারেও জি 🎶আর স্টার পিঠাপিঠি। মানে, দ্বিতীয় স্থানে জি বাংলার জগদ্ধাত্রীর সঙ্গে, স্টার জলসার গীতা এলএলবি। পর🍌্ণা স্মৃতি ফিরে পাওয়া সত্ত্বেও, তিন নম্বরে নেমে এল নিম ফুলের মধু।
দেখুন টিআরপিতে সেরা ১০-এর তালিকা
প্রথম: ফুলকি/ কথা (৭.১)
দ্বিতীয়: জগদ্ধাত্রী/ গীতা এলএলবি (৭.০)
তৃতীয়: নিম ফুলের মধু (৬.৬)
চতুর্থ: উড়ান/ কোন গোপনে মন ভেসেছে (৬.৪)
পঞ্চম: শুভ বিবাহ (৬.৩)
ষষ্ঠ: রাঙামতি তীরন্দাজ (৫.৮)
সপ্তম: অনুরাগের ছোঁয়া (৫.৭)
অষ্টম: আনন্দী (৫.৪)
নবম: তেঁতুলপাতা (৫.২)
দশম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.২)
এবারের চমক অনুরাগের ছোঁয়াও। নতুন কাস্ট নিয়ে ধারাবাহিকের গল্প কয়েক বছর এগিয়ে যেতেই নম্বরও 🅺বাড়ল। ৫.৭ রেটিং পেয়ে ৭ নম্বরে। বলে রাখা ভালো, প্রথমে শোনা গিয়েছিল অনুরাগের ছোঁয়া-য় নাকি রূপা-র বড় বয়সে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। কিন্ত🧜ু পরে দিতিপ্রিয়া আর আসেননি, বরং সেই জায়গায় ডেবিউ হল প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনাকে। আর সোনা হয়ে এসেছেন দেবাদৃতার বোন দেবপ্রিয়ার। নতুন প্রজন্মকে নিয়ে গল্প যে দর্শকের ভালো লাগছে, তা টিআরপি-র নম্বর থেকেই স্পষ্ট।