বৃহস্পতিবার মানেই টেলিভিশন পাড়ার বুকে ধুকপুকানি শুরু। আজকাল যে হারে মেগা সিরিয়ালের ঝাঁপ বন্ধ হচ্ছে তাতে টিকে থাকতে গেলে প্রতি সপ্তাহে স্লট ধরে রাখা মাস্ট। না হলেই শিরে সংক্রান্তি! গত কয়েক সপ্তাহ ধরেই টেলিভিশনের সার্বিক রেটিং তলানিতে। এবারেও তেমন কোনও বদল নেই। কিন্তু প্রথম সপ্তাহেই চমক দেখালো হানি-সোনামণি জুটির ‘শুভবিবাহ’। আরও পড়ুন-চরম সর্বনাশ গীতার! বাউন্সব্য়াক অনুরাগের ছোঁয়ার, সেরার আস꧑ন ধরে রাখতে পারল ফুলকি?
এই সপ্তাহে ফুলকি সিংহ♕াসনচ্যুত। অল্পের জন্য পর্ণা-সৃজনের কাছে হারতে হল রোহিত-ফুলকিকে। বর্ষাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছে স্বামী, তাঁর খোঁজে আকাশ-পাতাল এক করেছে পর্ণা। এই রুদ্ধশ্বাস ট্র্যাকে ভর দিতেই এই সপ্তাহে বেঙ্গল টপার নিম ফুলের মধু। সংগ্রহে ৭.২ নম্বর।
অন্যদিকে ৭.০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। তিন নম্বর স্থানও জি বাংলার দখলে। নকল সিঁথিতে মন্দারের সিঁদুর পরানো নিয়ে যতই ট্রোলিং হোক না কেন, শ্যামলী-অনিকেত জুটি সুপারহিট। ৬.৭ নম্বর পেয়ে তৃতীয় এই মেগা সিরিয়াল। সাহেব-সুস্মিতার প্রেমচর্চা💮য় খবর ভাসছে টেলিপাড়ার আকাশে-বাতাসে। এর মাঝে অনস্ক্রিনে ‘কথা’ নিয়ে দর্শক মনে আগ্রহ অটুট। এই সপ্তাহে এই সিরিয়ালের ঝুলিতে রয়েছে ৫.৯ নম্বর। পঞ্চম স্থান দখল করেছে জগদ্ধাত্রী।
এক নজরে সেরা ১০-এর তালিকা:
প্রথম- নিম ফুলের মধু (৭.২)
দ্বিতীয়- ফুলকি (৭.০)
তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে (৬.৭)
চতুর্থ- কথা (৫.৯)
পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৮)
ষষ্ঠ- গীতা এলএলবি (৫.৭)
সপ্তম- শুভ বিবাহ (৫.৪)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৩)
নবম- উড়ান (৫.০)
দশম- রোশনাই (৪.৯)
আরও পড়ুন-সে কী! জুন মাসে চার নম্বর সিরিয়াল বন্ধ করল জি বাংলা, অষ্টমীর পরജ ৪ মাসেই শেষ হল এই মেগা
এই সপ্তাহের টিআরপি তালিকয় সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে 'শুভবিবাহ'। স্লট লিডার হিসাবেই যাত্রা শেষ হয়েছিল জল থই থই ভালোবাসার। সেই স্লট ধরে রাখল শুভবিবাহ। বরং গত সপ্তাহের চেয়ে এই স্লটে নম্বর সামান্য (০.৩) হলেও বেড়েছে। নিম ফুলের মধুর সামনে এখনও স্লট হারা প্রতীক সেনের ♋উড়ান। তবে সোনামণি নিজের সুনাম বজায় রাখলেন। এই সপ্তাহে অবশ্য জি বাংলার ‘ডায়মন্ড দিদি’র সঙ্গে টেক্কা, আগামী সপ্তাহ📖ে সেই রেজাল্টের দিকে চোখ থাকবে সবার।
গত কয়েক সপ্তাহ ধরে সেরা পাঁচে জায়গা হচ্ছে না গীতার। এবারও সেওই একই ছবি। একটু একটু করে ফর্মে ফিরছে অনুরাগের ছোঁয়া। এই সপ্তাহেও অষ্টম স্থানে রয়েছেন সূর্য-দীপা। এই সপ্তাহেই শেষ টিআরপি এল তিনটি মেগার- কার কাছে কই মনের কথা (৪.১), আলোর কোলে (৪.৪) এবং অষ্টমী (২.৭)। স্লটহারা হয়েই বিদায় নিল জি বাংলার তিনটি মেগা।