ধারাবাহিক আসা যাওয়ার মাঝে আশেপাশে থাকতে আসছে তুমি আশেপাশে থাকলে। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধবেন অঙ্গনা রায় এবং রোহন ভট্টাচার্য। শুধুই কি তাই? ছোট পর্দায় অঙ্গনা রায়ের এটাই প্রথম কাজ। সিনেমা সিরিজে কাজ করে ইতিমধ্যেই তিনি তাঁর নিজস্ব পরিচিতি তৈরি করে ফেলেছেন। এবার পালা ছোট পর্দার। অন্যদিকে তাঁর বিপরীতে আছেন ভজগোবিন্দ। যদিও এখন তাঁকে সবাই বাঘা যতীনের সঙ্গী বলেই বেশি চিনতে পারছেন। আগামী ৩ নভেম্বর থেকে ℱশুরু হচ্ছে এই ধারাবাহিকের পথ চলা।
ইতিমধ্যেই এ🅠কাধিক প্রোমো প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের। আর সেখান থেকেই বেশ স্পষ্ট যে গল্পটা অন্যান্য ধারাবাহিকের থেকে বেশ আলাদা হতে চলেছে। মূল চরিত্রদের নাম দেব এবং পারো, হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাসের দুই চরিত্রের সঙ্গে মিল আছে এই চরিত্রদের। তাদের মতোই একে অন্যকে ভীষণ ভালোবাসা সত্বেও কাছে আসতে পারছে না তারা। প্রোমো দেখলে মনে হচ্ছে পারো জীবিত নয়, তাকে চেয়েও ছুঁতে পারছে না দেব। কিন্তু পারো কে আসলে? কেন তাকে ছোঁয়া যাচ্ছে না? এই সমস্ত উত্তর ধারাবাহিক শুরু হওয়ার পরই পাওয়া যাবে।
আরও পড়ুন: সূর্য-দীপার সংসার বাঁচাতে লাস্যম♍য়ী নারীর রূপ ধারণ জয়ের, কোন উপায়ে পরাস্ত হবে মিশকা?
আরও পড়ুন: কিয়ারা, পরিণীতি, আথিযও়া সহ আর কারা কারা ♐প্রথমবার করওয়া চৌথ পালন করবেন?
তবে নিজের চরিত্রের প্রসঙ্গে অঙ্গনা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, 'এটা একটা দুর্দান্ত প্রজেক্ট। গোটা টিমটাই এর ভালো যে কাজ করে ভীষণ মজা পাচ্ছি। ড্রিমি ব্যাপার আছে 𝓡একটা। কিন্তু পারো আসলে কে সেটা ধারাবাহিক শুরু হলেই জানা যাবে।' অন্যদিকে রোহন জানান, 'বহু বছর পর আবার ছোট পর্দায় ফিরছি। অনেকেই জানতে চেয়েছিলেন যে কবে আসব, আমি প্রতিবারই বলেছি মনের মতো প্রজেক্ট না পেলে করব না। অবশেষে তেমনই একটা অফার এল। দুর্দান্ত একটা গল্প। বাংলায় এমন টপিক নিয়ে এর আগে কখনই কাজ হয়নি। আশা করি সবার ভালো লাগবে।'