তুনিশা শর্মার প্রাক্তন প্রেমিক শিজান খান পুলিষের জেরায় দাবি করলেন শ্রদ্ধা হত্যা মামলার খবর তাঁকে এতটাই প্রভাবিত🍸 করেছিল যে তিনি ব্রেকআপ করারꦦ সিদ্ধান্ত নেন। সিজান নাকি তুনিশাকে জানিয়েছিলেন তাঁদের মধ্যে ধর্ম ও বয়সের ফারাক থাকার জন্য আলাদা হতে চান। কারণ শিজান মুসলিম আর তুনিশা হিন্দু। তাঁদের বয়সের ফারাকও ছিল অনেক। ২৪ ডিসেম্বর মুম্বইয়ের ভাসি-তে মৃত অবস্থায় উদ্ধার হয় তুনিশার দেহ।
এএনআই-এর প্রতিবেদন অনুসারে, কাস্টেডিতে থাকার প্রথম দিনে শিজান পুলিশকে জানায় শ্রদ্ধা ওয়ালকারের মিডিয়া ফুটেজ দেখেই ব্রেকআপের সিদ্ধান্ত নেন। জেরায় জিশান জানান তাঁদের ব্রেকআপের পরপরও নাকি তুনিশা আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তুনিশার আত্মহত্যার ১৪ দিন আগেই তাঁরা আলাদা হয়ে যান। প্রসঙ্গত, অভিনেত্রীর দেহ উদ্ধার হয় টিভি সিরিয়ালের সেটে। শিজান বলেন, ‘তুনিশা মারা যাওয়ার দিনকয়েক আগেও আত্মহত্যা✱র চেষ্টা করেছিল। আমি ওর মাকেও বলেছিলাম মেয়ের বিশেষ যত্ন নিতে।’
꧑রবিবার ভাসি আদালতের নির্দেশে থেকে চারদিনের জন্য কাস্টেডিতে নেওয়া হয়েছে শিজানকে। তুনিশার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে শিজানকে। আইপিসি-র ৩০৬ ধাায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, ময়নাতদন্তের পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন না (অনেকেই ধারণা করেছিলেন প্রেগন্যান্সির কারণেই এই পদক্ষেপ)। পুলিশ সূত্রে বলা হয়েছে, এমন কোনও লক্ষণ তাঁর⭕ শরীরে পাওয়া যায়নি। তাঁর মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে। শরীরে ক♍োনও আঘাতের চিহ্নও নেই। সে কথাও জানানো হয়েছে। যদিও এখনও তুনিশার মৃত্যুর কারণ নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে। শিজান এবং তুনিশা একসঙ্গে ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’— একসঙ্গে কাজ করেছেন।