হিন্দি সিনেমার গানকে সমগ্র বিশ্বের কাছে যিনি তুলে ধরে ছিলেন তিনি হলেন রাহুল দেব বর্মণ। ২৭ জুন তাঁর জন্মদিন। তিনি জীবদ্দশায় থাকলে আজ ৮৫ ছুঁতেন। পাশাপাশি একথা বলাই বাহুল্য যে, আজ রাহুল দেব বর্মণ বেঁচে থাকলে বর্তমান প্রজন্মের সুর তাল মিলিয়ে 💧নিশ্চয়ই নতুন নতুন গান তৈরি করতেন, আবারও ভারত তথা বিশ্বের মানুষের কানে তুলে ⭕দিতেন সুরের উপহার।
ইন্ডাস্ট্রির প্রিয় 'পঞ্চম দা' সাতের দশক থেকেই যে সমস্ত গান নিয়ে এসেছেন, তা বিনা দ্বিধায় বলাই যায় সময়ের থেকে অনেকটা এগিয়ে। আসলে তিনি ভারতের সঙ্গীত জগতের ভবিষ্যৎদ্রষ্টা। তাই আজও তাঁর গান সমান ভাবে প্রাসঙ্গিক। আচ্ছা এইসব থেকে কি আবার ইচ্ছে কছে যদি তাঁর সুর করা নতুন কোনও গান শোনা যেত? হ্যাঁ এবার তাঁর সুর করা নতুন সব গান আবার শুনতে পাবেন। অবাক হচ্ছেন? আ﷽সলে অবাক হওয়ার কিছুই নেই, তাঁর সুর করা পাঁচটি অপ্রকাশিত গান আজ তাঁর জন্মদিনে 🅷দেখল মুক্তির আলো।
আরও পড়ুন: ‘আমি সত্যিই চাই যে আয়ুষ্মান…’ হঠাৎ কেন স্বামীর দিকে আঙুল তুললেꦜন তাহিরা
আবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে এটা কীভাবে সম্ভব হল? আসলে আজ থেকে চল্লিশ বছর আগে একটি বাংলা ছবির জন্য তিনি সুর দিয়েছিলেন। কিন্তু নানা ঘটনা চক্রে সেই সসমস্ত গান কখনও মুক্তির আলো দেখেনি, চিরকাল রয়ে গিয়েছে অন্ধকারে। আর এবার তাঁর সেই অপ্রকাশিত গান, তাঁর জন্মদিন উপলক্ষে মুক্তি পেল। আজ রাহুল দেব বর্মণ🤪ের জন্মদিনে তাঁর সুর করা গানের ডালি নিয়ে হাজির হলেন আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজোরা। ফিক্সব্যাগ মিউজিক-এর ইউটিউব চ্যানেলে ‘পাঁচে পঞ্চম’ নামে একটি হিন্দি ও চারটি বাংলা গান মুক⛦্তি পেল।
আরও পড়ুন: ‘এ🔴টা খুব মিষ্টি…’ এপি ধিলোনের সঙ্গে প্রেম করার প্রসঙ্গে মুখ খুললেন বনিত🎐া
কোন কোন গানগুলো শোনা যাবে? আর গাইলেনই বা কারা? দেখে নিন। ‘চোখে চোখে’ নামে একটি বাংলা গান শোনা যাবে সেটি গেয়েছেন গেয়েছেন কুমার শানু এবং আশা ভোঁসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ নামে আর এই বাংলা গান গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। এছাড়া অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় ‘আমি তুমি দু'জনাতে’ নামে একটি গান গেয়েছেন। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জ🦄োজো।