শুক্রবার, ৩১ মার্চ নিজের খোলামেলা পোশাকের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন। বললেন তাঁর পোশাকের কারণে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তিনি একই সঙ্গে বলেন সকলে এব💧ার একজন নতুন উরফিকে দেখবেন। যখন অনেকেই তাঁকে প্রশ্ন করেন যে হঠাৎ কী হল? তখন আরেক দল মানুষ দিনের দিকে খেয়াল করতে বলেন। তাঁদের মতে পয়লা এপ্রিল বলে তিনি সবাইকে এভাবে বোকা✅ বানাচ্ছেন।
টুইটারে কী লিখেছিলেন উরফি?
এদিন ﷺটুইটারে তিনি লেখেন, 'আমি যা পরি সেটার কারণে কেউ আঘাত পেয়ে থাকলে বা কারও খারাপ লেগে থাকলে আমি ক্ষমা চাইছি। এখন থেকে আপনারা একজন অন্য উরফিকে দেখবেন। পোশাক বদলে যাবে। ক্ষমা।'
তাঁর ভক্তরা এই পোস্ট দেখে অবাক হয়ে যান। তাঁর সকলেই জানতে༒ চান কী হল হঠাৎ? এক ব্যক্তি তো লিখেই ফেললেন, 'তুমি যা খুশি পরো উরফি। লিবারেল থাকো।' আরেকজন লেখেন, 'এ মা না! আমার আপনার কনফিডেন্স লেভেল ভালো লাগে।' অনেকে আবার ভাবেন তিনি বুঝি মজা করছেন। এক ব্যক্তি লেখেন, '১ এপ্রিল কাল।'। আরেক নেতিজেনের মন্তব্য হল, 'এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন?'
এরপরই উরফিকে একটি বিজ♏্ঞাপনে দেখা যায়। একটি পোশাকের ব্র্যান্ডের মডেল হিসেবে তিনি ধরা দেন। তাঁদের সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'আমিꦗ ট্রেন্ড ফলো করি না। আমি ট্রেন্ড সেট করি।'
সম্প্রতি করিনা কাপুর তাঁর এই পোশাক এবং কনফিডেন্সের প্রশংসা করেন। অভিনেত্রী টাইমস নাও ডিজিটালকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'ফ্যাশন মানেই এক্সপ্রেশন।ꦜ এবং স্বাধীনতা। আমার মনে হয় ওর মধ্যে যে আত্মবিশ্বাসটা আছে সেটা সত্যি দারুন। তার থেকেও বড় কথা ও যেটা চায়, যেভাবে চায় ঠিক সেভাবেই সেটা করে। ভালো লাগে। আমার ওর কনফিডেন্সটা দুর্দান্ত লাগে।'
উরফি তাঁর এই বক্তব্য শেয়ার করে লেখেন, 'কী! কর💧িনার আমায় ভালো লাগে! অবিশ্বাস্য! বাই। আমি আর এখন বেশি কিছু বলতে পারছি না।'
২০২৩ ওটিটিপ্লের চেঞ্জমেকার্স অ্যাওয়🔴ার্ডের ফ্যাশনিস্তা পুরস্ক🔥ার পান তিনি।