প্রথমবার রুপোলি ꦆপর্দায় জু🐓টিতে বরুণ-জাহ্নবী। মুক্তি পেল ‘দঙ্গল’ পরিচালক নীতিশ তিওয়ারির নতুন ছবি ‘বাওয়াল’-এর ট্রেলার। দুবাইতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে এসেছে এই ওটিটি ছবির প্রচার ঝলক। আগামী ২১শে জুলাই সরাসরি আমাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে ‘বাওয়াল’।
ছবির টিজার আর ট্রেলারের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ফারাক। যা দেখে রীতিমতো চমকে গেল ভক্তরা। লখনউয়ের স্কুল শিক্ষক বরুণের (অজ্জু)- জীবনের একমাত্র হাতিয়ার মিথ্যা। মিথ্যায় ভর করেই নিজের একটা ইমেজ গড়েছে সে। প্রথম দেখাতেই নিশা (জাহ্নবী)-র প্রেমে পড়ে🥂 যায় অজ্জু। দুজনের মধ্যে কোনওরকম মিল নেই, তবুও বিনা-বাধায় শুভ পরিণয় সুসম্পন্ন হয় তাঁদের। বাবার টাকায় বউকে নিয়ে হানিমুনে প্য়ারিস-সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূলকেন্দ্রগুলিতে হাজির অজ্জু। আর সেখানেই বদলে যায় দু'জনের সম্পর্কের সমীকরণ। ছবির ট্রেলারে পরিচালক স্পষ্টই জানিয়েছেন, প্রত্যেক প্রেম কাহিনির ভিতরে লুকিয়ে রয়েছে একটি যুদ্ধ। সেই যুদ্ধ জিতলে তবেই তো প্রেম সফল।
ছবির ট্রেলারে ঘুরেফিরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্ল্যাশব্যাক। হিটলারের শহরে গিয়ে বরুণের ঘোষণা, ‘আসল বিশ্বযুদ্ধ এবার শুর𝕴ু হবে’। স্বামীর মধ্যে হঠাৎ আসা বদল দেখে স্তম্ভিত জাহ্নবী। অন্যদিকে হানিমুনে গিয়েই বরুণ আবিষ্কার করে স্ত্রীর মধ্যে কিছু ডিফেক্ট রয়েছে। প্রকাশ্যে তাঁকে ‘ডিফেক্টিভ পিস’ বলে কটাক্ষ করতেও ছাড়ে না সে।
ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কলঙ্কিত ঘটনা ‘হলোকাস্ট’, যার রেফারেন্স রয়েছে ‘বাওয়াল’-এর টিজার ও টꦍ্রেলারে। নাৎসি শাসিত হিটলারের জার্মানিতে জিউসদের মাঝে গ্যাস চেম্বারে আটকে থাকা বরুণ-জাহ্নবীর আর্তনাদের ঝলকও উঠে এসেছে ‘বাওয়াল’-এর ট্রেলারে। রোম্যান্টিক প্রেমের গল্পে হলোকাস্টের রেফারেন্স টানায় অনেকেই নীতিশ তিওয়ারির সমালোচনায় সরব হয়েছেন, যদিও অনেকেই পরিচালকের পাশে দাঁড়িয়ে বলেছেন ছবি না দেখে কোনওরকম সিদ্ধান্তে পৌঁছানো অনুচিত।
এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ‘বাওয়াল’-এর যৌথ প্রযোজকের ভূমিকায় থাকছেন খোদ পরিচালক নীতিশ তিওয়ারি। ছিছোড়ের পর ফের এক সম্পর্কের গল্প বলবেন পরিচালক। এই ছবির প্রিমিয়া♐র হতে চলেছে ‘লার্জার দ্যন লাইফ’। প্য়ারিসের আইফেল টাওয়া༺রে প্যানোরমিক ভিউতে প্রদর্শিক হবে ‘বাওয়াল’। মূলত সল্লে গুস্তাফ আইফেলে হবে ছবির প্রিমিয়ার।