ঝোলা থেকে অবশেষে বিড়াল বেরিয়েই পড়ল! এতদিন ধরে যে জিনিসটা নিয়ে নানা আলাপ, আলোচ🍌না , ফিসফিস চলেছে অবশেষে তাতে সিলমোহর পড়ল। সায়েন্স ফিকশন সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে বরুণ ধাওয়ানকেই দেখা যেতে চলেছে। ‘অ্যাভেঞ্জারস’-এ পরিচালক রুশো ভাইদের তরফে সোশ্যাল মিডিয়ায় এই শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা করা হল। একই সঙ্গে প্রকাশ্যে এল এই স🦋িরিজে বরুণ ধাওয়ানের প্রথম লুক। মঙ্গলবার তাঁরা এই ঘোষণা করেন। শুধু তাই নয়, জানা গিয়েছে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হচ্ছে।
রুশো ব্রাদার্সের যে যৌথ ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে সেখানে এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিনেমা নির্মাতারা জানান, 'আমরা দারুন আনন্দিতবোধ করছি এটা ঘোষণা করতে যে সিটাডেল ইউনিভার্সের ভারতীয় সংস্করণ আসতে চলেছে। এই স্থানীয় স্পাই সিরিজꦚের শ্যুটিং আগামী বছরের জানুয়ারি মাস থেকে শুরু হবে।' এই পোস্টে 🅺বরুণ ধাওয়ানের একটি ছবি দেখা যায় যেখানে তাঁর পরনে আছে একটি কালো রঙের টিশার্ট এবং বাদামি রঙের জ্যাকেট। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন এই ছবির জন্য। নেপথ্যে মুম্বইয়ের তাজ হোটেল দেখা যাচ্ছে।
এই ওয়েব সিরিজের বিষয়ে বলতে গিয়ে অভিনেতা একটি ইন্টারভিউতে জানান, 'সিটাডেল একটি দুর্দান্ত এবং রোমহর্ষক ফ্র্যাঞ্চাইজি। আমি এই অসাধারণ ইউনিভার্স☂ের অংশ হতে পেরে ধন্যবোধ করছি। রুশো ব্রাদার্সের এজিবিও এবং জেনিফার সালক꧃ের ভাবনার এই ইউনিভার্সের অংশ হওয়া আমার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিল বলেই মনে করছি। শ্যুটিং শুরু করার জন্য আর ধৈর্য ধরতে পারছি না।'
এই ওয়েব সিরিজের পরিচালনা করবেন রাজ এবং ডিকে। তাঁদের ‘ফ্যামিলি ম্যান’ সিরিজ দারুন জনপ্রিয় হয়েছিল। এই সিরিজের বিষয়ে তাঁরা বলেন, 'আমরা এই আন্তর্জাতিক সিরিজের অংশ হতে পেরে দারুন🐎 উচ্ছ্বসিতবোধ করছি। দুজন ইন্সপায়♑ারিং চলচ্চিত্র নির্মাতার সিরিজে কাজ করতে পেরে ভীষণই খুশি। একই সঙ্গে ভার্সেটাইল এবং ডায়নামিক অভিনেতা বরুণের সঙ্গে কাজ করার জন্যও মুখিয়ে আছি আমরা।'
প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিটাডেল আগামী বছর অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। বিভিন্ন। দেশে বিভিন্ন গল্প নিয়ে এই আন্তর্জাতিক সিরি💟জ আসতে চলেছে।