কিছুটা স্বস্তির খবর। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তনালীতে অস্ত্রোপচার করার পর আভ্যন্তরীন রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। সোমবার বেল ভিউ হাসপাতালে এই অস্ত্রোপচারের পর চিকিৎসকর꧟া জানিয়েছেন, সৌমিত্রবাবুর শরীর থেকে যে বিশাল পরিমাণ হিমোগ্লোবিন কমে যাচ্ছিল তা আর হবে না। কারণ, আভ্যন্তরীন রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে। সুতরাং বলাই যায় যে সামান্য হলেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের প্রধান ডাঃ অরিন্দম কর সোমবার রাত ১০টা না🌞গাদ বলেন, ‘রক্তক্ষরণ আর হবে না বলেই মনে হচ্ছে। এখন আমরা সামগ্রিক পরিস্থিতি পরিচালনা করার জন্য আরও ভাল অবস্থানে রয়েছি। সৌমিত্রবাবুর শরীরে হিমোগ্লোবিন বা প্লেটলেট হঠাৎ কমে যাওয়ার যে সমস্যা তা আর দেখা দেবে𒁃 না। একবার তাঁর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ফের আগের মতো সচল হলেই আমরা তাঁর চেতনা কোনও না কোনওভাবে উন্নত করার দিকে মনোনিবেশ করব।’
উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর ৬ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত সোমবার থেকে তিনি একেবারে অচেতন অবস্থায় রয়েছেন। সোমবার ডাঃ অরিন্দম কর বলেন, ‘গত ২৬ দিন ধরে টানা ইনটেনসিভ কেয়ার ইউনিটে এ অবস্থায় রয়েছেন তিনি। তার মধ্যে প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন। এমন মানুষ আমরা খুব কমই দেখেছি। আমরা আশা করছি যে তাঁর জ্ঞা꧅ন ফিরলে ফের তিনি সতেজ হয়ে উঠবেন। তাঁর অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করবে।’🐷