🍬শনিবার ৩০-এ পা দিলেন অভিনেতা বীর পাহাড়িয়া। সম্প্রতি তাঁর অভিনীত ছবি 'স্কাই ফোর্স' মুক্তি পেয়েছে, এই ছবির হাত ধরে তিনি বলিউডে পা রাখেন। ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তবে ছোট থেকেই বলিউডের প্রতি তাঁর অসম্ভব টান ছিল। সেই সময়ের কথা মনে করে তিনি একটি দীর্ঘ পোস্ট লেখেন। ইনস্টাগ্রামে বীর জানান, কীভাবে ১৩ বছর বয়সে তিনি শাহরুখ খানের ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওম শান্তি ওম’-এর গান ‘দরদে-ডিস্কো’ দেখে প্রভাবিত হয়েছিলেন। বীর কেবল গানে করা নাচের স্টেপগুলি শিখেননি, তিনি সিক্স প্যাকের জন্য সেই সময় ডায়েটও শুরু করেছিলেন।
🔴এই গানটিতে তিনি একটি ভিডিয়োয় বানিয়েছিলেন সেই সময়। তাঁর ভিডিয়োটির সঙ্গে শাহরুখের ভিডিয়ো পোস্ট করে বীর পাহাড়িয়া জানান যে, তাঁর পরিবারের এই সম্পর্কে কোনও ধারণা ছিল না। কারণ তিনি তাঁদের কাছ থেকে এর জন্য কোনও টাকাই নেননি।
আরও পড়ুন: ꦬ'লো-কার্ব ডায়েটে থাকা যায় না…', নিজের ডায়েট প্রসঙ্গে অকপট কাজলের বোন তানিশা
♊ভিডিয়োটি শেয়ার করে বীর ক্যাপশনে লিখেছেন, ‘আজ, আমার জন্মদিন। পাশাপাশি স্কাই ফোর্স যে ভালবাসা পাচ্ছে তার জন্যও আমি কৃতজ্ঞ। আমি মাত্র ১৩ বছর বয়সের একটি ভিডিয়ো শেয়ার করলাম। সেই সময় বলিউড নিয়ে আমার খুব উত্তেজনা থাকত।’
ꦏতিনি আরও বলেন, "আমি #dardedisco তৈরির সমস্ত ভিডিয়ো দেখেছি। প্রতিটি স্টেপ শিখেছি। সিক্স প্যাকের জন্য ডায়েট করাও শুরু করেছিলাম। তারপর ভিডিয়োটি শ্যুটের জন্য প্রয়োজনীয় লাইট, ফ্যান, পাতা, প্রপস, পোশাক এবং নৃত্যশিল্পীদের সঙ্গে যোগাযোগ করা সবটাই একা করেছিলাম। আমি একটা সনি হ্যান্ডিক্যামে দিয়ে শ্যুট করেছিলাম। কিন্তু তখন কীভাবে সম্পাদনা করতে হয় তা আমি জানতান না। তবে আমি কী করছি তা নিয়ে আমার পরিবারের কোনও ধারণা ছিল না কারণ আমি পরিবারের কারুর থেকে কোনও টাকা চাইনি। সবটা নিজে জোগাড় করেছিলাম।'
বীর জানান শাহরুখ তাঁর জীবন বদলে দিয়েছে
𝐆তিনি আরও বলেন, ‘ফায়ার সিকোয়েন্সের জন্য ঘরে আগুনের ব্যবস্থা করেছিলাম। আগুনের তীব্রতা বাড়ানোর জন্য ডিওডোরেন্ট ব্যবহার করেছিলাম। আর এটা ঠিক ভাবে করার জন্য আমাদের কাছে একটাই সুযোগ ছিল। আমার জীবন পরিবর্তন করার জন্য @iamsrk এবং @farahkhankunder ধন্যবাদ। সবশেষে ঈশ্বরকে ধন্যবাদ আমার স্বপ্নকে সত্যি করার জন্য।’
🃏প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'স্কাই ফোর্স' সিনেমার মাধ্যমে বি-টাউনে পা রাখেন বীর। অভিষেক অনিল কাপুর ও সন্দীপ কেওলানি পরিচালিত দেশাত্মবোধক অ্যাকশন-ড্রামা 'স্কাই ফোর্স'। এই ছবিতে বীরকে স্কোয়াড্রন লিডার আজ্জামদা বোপ্পেয়া দেবাইয়ের চরিত্রে দেখানো হয়েছে, যিনি একজন মহাবীর চক্র প্রাপক। ছবিটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। বীর ছাড়াও এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, নিমরত কৌর এবং সারা আলি খান।