গুরুতর অসুস্থ অভিনেতা পার্থ সারথি দে। বাংলা ছবি ও টেলিভিশনের জগতের অতি পরিচিত নাম তিনি। গত একমাস যাবত ভর্তি রয়েছন কলকাতার এমআর বাঙুর হাসপাতালে। আপতত ভেন্টিলেশনে অভিনেতা। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তাঁর। বিস্তারিত জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় প্রবীণ অভিনেতার ফোনে। আরও পড়ুন-‘মামনি ওটা কিশোর কুমারের গান…’, মঞ্চে 'সিং নেই তবু.. গেয়ে ট্রোলের মুখে🌱 সারেগামꦏাপা জয়ী অঙ্কিতা
সেই ফোনের জবাব আসে অভিনেত💟া বাপি দাসের তরফে। তিনি বলেন, গত এক মাস ধরে তিনিই তাঁর সহকর্মী ও পিতৃস্থানীয় পার্থ সারথি দে-র দেখাশোনা করছেন। অভিনেতা বলেন, ‘পার্থদা দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় জর্জরিত। তার সঙ্গে বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া দুটোই ধরা পড়েছে। ভেন্টিলেশনে রয়েছেন।’
অভিনেতা বাপি দা⛄স জানান, ‘এই মুহূর্তে আমি এবং আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থদার পাশে কেউ নেই। আর্থিক সাহায্য করছে ফোরাম। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কোনওরকম সাড়া পাইনি। চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে সামান্য ভালো রয়েছেন। লোকজন চিনতে পারছেন। আমি প্রতিদিন সকাল-বিকাল দুবেলা দ🐭েখতে যাচ্ছি।’
পার্থ সারথির পরিবারের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি তাঁর তরুণ সহকর্মী। তবে দূরদর্শনের মেকআপ আর্টি🌱স্ট বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। দীর্ঘদিন ধরেই সম্পর্কে তিক্ততা, এখন আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের। পার্থসারথির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন বিনীতা। প্রাক্তন স🔯্বামীর অসুস্থতার খবর অজানা নয় তাঁর, তবে বিনীতা বা তাঁর মেয়ে কেউই খোঁজ নেননি।
২০০-র বেশি ছবিতে অভিন൩য় করেছন পার্থ সারথি দেব। চার দশকেরও বেশি দীর্ঘ তাঁর অভিনয় জীবন। মঞ্চেও সমান সাবলীল তিনি। হালে ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো জনপ্রিয় মেগাতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন প্রবীণ অভিনেতা। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন সহকর্মীরা। এর আগে ২০২১ সালেও অসুস্থ হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, করোনা আক্রান্তও হন সেইসময়। পরে সুস্থ হয়ে কাজে ফেরেন পুরোদমে।